Bangla News Dunia, দীনেশ : ওয়াকফ আইনের (Waqf Act) বিরোধিতা করে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে (Siddaramaiah) চিঠি লিখে ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।
আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?
চিঠিতে পিডিপি নেত্রী লিখেছেন, ‘এই অন্ধকার সময়ে, আপনাদের সাহস এবং স্পষ্টতা এক আশার আলো হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি নীতিগত কণ্ঠের পাশাপাশি, আপনারা ন্যায়বিচার এবং ভারতের অন্তর্ভুক্তিমূলক ধারণার পক্ষে দাঁড়িয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।’ মেহবুবা আরও বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে, ভারত ক্রমবর্ধমান সংখ্যাগরিষ্ঠতার জোয়ারের মুখোমুখি হয়েছে যা বহুত্ববাদ এবং বৈচিত্র্যের মূল মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে। যদিও বেশিরভাগ নাগরিক এই এজেন্ডা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু যারা এখন ক্ষমতায়, সেই ঘৃণার পুজারীরা ঘৃণা এবং বিভাজন উসকে দিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতা উসকে দিতে চায়।’
আরও পড়ুন:- ৫ দিন ধরে মাথার সব চুল গুনলেন এই যুবক, কেন এই কাজ করলেন ? জেনে নিন
প্রসঙ্গত, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রথমেই সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর রাজ্যে নতুন ওয়াকফ আইন কার্যকর হবে না। এরপর একই সিদ্ধান্ত নেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে নতুন ওয়াকফ আইন বলবৎ করা হবে না। তাই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন মেহেবুবা।
আরও পড়ুন:- 111 বছর ধরে দায়ের হয়নি কোনও মামলা ! জানুন দেশের শান্তিপূর্ণ গ্রামটি কোথায় ?