ওয়াকফ আইনের সমর্থনে সুপ্রিম কোর্টে আবেদন দুই হিন্দু সংগঠনের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিরোধিতার পাশাপাশি এবার নতুন ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনেও মামলা হল সুপ্রিম কোর্টে। অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবং হিন্দু সেনা নামক দুটি সংগঠনের তরফে নতুন আইনের সমর্থনে আবেদন করা হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে সেগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে হিন্দু মহাসভার সদস্য সতীশকুমার আগরওয়াল এবং হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা পৃথক মামলা করেছেন। ১৬ এপ্রিল সমস্ত মামলার একযোগে শুনানি হবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

সতীশ আগরওয়ালের যুক্তি, ‘ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারাটি বর্বরোচিত। ওই নিয়মের জোরে ওয়াকফ বোর্ড যে কোনও ব্যক্তির সম্পত্তি সম্পর্কে তথ্য পাওয়ার অধিকার পায়। অন্যের জমি দখল করে নেয়। নরেন্দ্র মোদির সরকার ওই বর্বরোচিত আইন প্রত্যাহার করেছে। ওই আইন যেন আর ফিরিয়ে আনা না হয়।’ হিন্দু মহাসভার নেতার দাবি, কোনও একটি নির্দিষ্ট ধর্মের নিয়ম মেনে কখনও দেশের আইন প্রণয়ন হওয়া উচিত নয়।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন