ওয়াকফ আইন নিয়ে ইমামদের সঙ্গে আলোচনা, বুধেই বৈঠকে বসবেন মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে ইমামদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী ১৬ এপ্রিল অর্থাৎ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিন ও সমাজের বিশিষ্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। সেখানে ওয়াকফ আইন নিয়ে তাঁদের আপত্তিকর দিকগুলি মমতা শুনবেন বলে খবর।

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

ওয়াকফ আইন (Waqf Law) নিয়ে অশান্তি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। শুক্রবারও এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি।  পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, বোমা-ইটের ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা গুলিও চালায় বলে অভিযোগ। পালটা পুলিশের বিরুদ্ধেও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:- কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা? পদে পদে সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জানুন

প্রসঙ্গত, দীর্ঘ আলোচনা, বিরোধীদের তীব্র বিরোধিতার পর লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ বিল। রাষ্ট্রপতির সইয়ের পর তা বদলে যায় আইনে। আর এই ওয়াকফ (সংশোধনী) আইন নিয়েই দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদ।

আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন