ওয়াকফ নিয়ে কড়া বার্তা ডিজির ! ‘গুন্ডামি বরদাস্ত নয়,’ বললেন রাজীব কুমার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : শুক্রবার ওয়াকফ আইনের (Waqf unrest) বিরোধীতায় দফায় দফায় অশান্ত হয়ে মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর ও সুতি। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে বাইক ভাঙচুর একাধিক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনা নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DG Rajiv Kumar)। তিনি স্পষ্ট জানালেন, ‘কোনও রকম গুন্ডামি নয় মানে নয়। গুজবে কান দিয়ে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না। যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই পদক্ষেপ নেওয়া হবে’

আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?

এদিন মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় ডিজি বলেন, ‘কেউ কোনও গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। যারা গুন্ডামি করছে, বা ভবিষ্যতে করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেখানে কোনও রকম অশান্তি, হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না।বাস্তব আর গুজবের ফারাক মানুষকে বুঝতে হবে। মানুষকে বাস্তবটা বুঝতে হবে। কেউ যদি আইন হাতে তুলে নেন তাহলে সেটা কোনও ভাবেই কাম্য নয়।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন