ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা কংগ্রেসের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : লোকসভা ও রাজ্যসভাতে পাশ হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল (Waqf Bill)। এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার বার্তা দিল কংগ্রেস (Congress)। এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ শুক্রবার জানিয়েছেন, ওয়াকফ (সংশোধনী) বিল-২০২৫-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

দীর্ঘ বিতর্কের পরে বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ বিল। পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়েছিল। এরপর প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পর বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও বিলটি পাশ হয়েছে। বিলের পক্ষে পড়েছে ১২৮ এবং বিপক্ষে ৯৫টি ভোট।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে করে জয়রাম রমেশ লিখেছেন, ‘কংগ্রেস শীঘ্রই ওয়াকফ (সংশোধনী) বিলের সাংবিধানিকতা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে। ভারতের সংবিধানে থাকা নীতি, বিধান এবং অনুশীলনের উপর মোদি সরকারের সমস্ত আক্রমণ প্রতিহত করা হবে।’

দলের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, ধর্মীয় কোনও প্রথা বা ব্যবস্থাপনা যদি সেই ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হয়, তা ভারতীয় সংবিধানের ২৫ এবং ২৬ অনুচ্ছেদের মাধ্যমে সুরক্ষিত। যদি আইন কোনও ধর্মের প্রতিষ্ঠান চালাতে বাধা দেয়, সেই আইন অসাংবিধানিক। ওয়াকফ মুসলিমদের ধর্মাচরণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ। নতুন সংশোধনী বিলে তাতে অবাঞ্ছিত হস্তক্ষেপের বন্দোবস্ত করা হয়েছে। আদালতে এই বিলকে চ্যালেঞ্জ করা হবে। ‘ইন্ডিয়া’র আর এক শরিক ডিএমকেও ইতিমধ্যেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন