ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, উত্তাল জঙ্গিপুর, হস্তক্ষেপ মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উত্তপ্ত হল মুর্শিদাবাদের জঙ্গিপুর। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এদিন ব্যাপক তাণ্ডব চালালো উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশ জনতার। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

সম্প্রতি সংশোধনী ওয়াকফ বিল পাশ হয়েছে সংসদে। আর নয়া ওয়াওফ বিল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার জঙ্গিপুর পিডব্লিউডি ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিল ১২ নম্বর জাতীয় সড়কে পৌঁছালে অবরোধ শুরু করেন মিছিলে যাওয়া মানুষজন। অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আর এরপরেই খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ জনতার। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক রাউণ্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়। বেগতিক দেখে পিছু হঠে পুলিশ। তবে কিছুক্ষণ পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেয় তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয় বিধায়ক জাকির বলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। শান্তি ফিরিয়ে আনতে বলেছেন তিনি। আমি স্থানীয়দের শান্তি বজায় রাখতে বলছি। আমি কলকাতায় আছি। বুধবার সকালে এলাকায় গিয়ে স্থানীয়দের নিয়ে বৈঠকে বসব।”

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় তুমুল বিক্ষোভের পর পাস হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। শুক্রবার রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয়। তারপর থেকে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন মুসলিম সংগঠন। এদিন মঙ্গলবার তার প্রতিবাদে মিছিল ডাকা হয়। তারপরই রণক্ষেত্র পরিস্থিতি।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন