ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আর ওয়াকফ সংশোধনী বিলের বক্তব্য রাখতে গিয়ে সংসদে বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি ওয়াকফে একজনও নন মুসলিম আসবেন না। কার্যত আশ্বস্ত করলেন তিনি।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

অমিত শাহ বলেন, ‘দেশ ভেঙে দেবেন আপনারা( বিরোধীরা)। দেশ ভেঙে দেবেন আপনারা। আমরা দেশের মুসলমান ভাই ও বোনকে এই হাউস থেকে বলছি আপনাদের ওয়াকফে একজনও নন মুসলিম আসবেন না। এই অ্যাক্টে কোনও ব্যবস্থা নেই। কিন্তু ওয়াকফ বোর্ড ও ওয়াকফ পরিষদ কী করবে? ওয়াকফ সম্পত্তি যারা বিক্রি করে খাচ্ছে তাদেরকে তাড়ানো হবে। ওয়াকফের নাম করে যারা ১০০ বছর ধরে ভাড়া দিয়েছেন সম্পত্তি তাদের ধরা হবে। ওয়াকফ থেকে যে আয় হত সেটা এবার পড়ে যাবে। সেটার মাধ্য়মে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে।এই টাকা যে চুরি হয় সেটা ধরার ব্যবস্থা করবে ওয়াকফ বোর্ড। ওরা চাইছে ওদের মাধ্যমে যে কাজ হত সেটা যেন চলতেই থাকে। কিন্তু সেটা চলবে না।’

কার্যত ওয়াকফকে ভাঙিয়ে যারা অসৎ পথে আয় করতেন তাদেরকে সতর্ক করলেন শাহ। তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াকফ সম্পত্তি যারা বিক্রি করে খাচ্ছে তাদেরকে তাড়ানো হবে। ওয়াকফের নাম করে যারা ১০০ বছর ধরে ভাড়া দিয়েছেন সম্পত্তি তাদের ধরা হবে। ওয়াকফ থেকে যে আয় হত সেটা এবার পড়ে যাবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন