Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act 2025) নিয়ে শুনানিতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী শুনানি পর্যন্ত নয়া আইনে ওয়াকফ বোর্ডে কোনও নিয়োগ করা যাবে না। পাশাপাশি নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতেও কোনও বদল আনা যাবে না। অর্থাৎ কার্যত স্থিতাবস্তা বজায় রাখের পক্ষেই এদিন নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৫ মে আগামী শুনানির দিন ধার্য হয়েছে।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
২০২৫ সালের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। বুধবার এই মামলাগুলিকে একত্র করে শুনানি শুরু করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। নতুন আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে অমুসলিমদেরও সদস্য করার কথা বলা হয়েছে। যা নিয়ে তীব্র আপত্তি ছিল আবেদনকারীদের। সুপ্রিম কোর্ট আপাতত নতুন আইনে কাউকে বোর্ড বা কাউন্সিলে নিয়োগ স্থগিত করে দিয়েছে। পাশাপাশি ঘোষিত-নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছেন, পরবর্তী শুনানি পর্যন্ত নতুন করে বোর্ডগুলিতে কোনও নিয়োগ করা হবে না। এছাড়া ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে যা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ঘোষিত বা গেজেটেড, সেক্ষেত্রেও কোনও পরিবর্তন করা হবে না। কেন্দ্রের তরফে প্রতিক্রিয়া জানানোর জন্য ৭ দিন সময় চেয়েছেন সলিসিটর জেনারেল। আদালত ৭ দিনের মধ্যে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছে।