Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের (Donal Trump) নির্দেশে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে নামতে চলেছে ন্যাশনাল গার্ড (National Guard)। ট্রাম্পের দাবি, ডেমোক্রাটদের দখলে থাকা এই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এজন্য পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছেন ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার (Muriel Bowser)। তিনি জানালেন, রাজ্যে অপরাধের হার আগের থেকে অনেকটা কমেছে। পাশাপাশি ২০২৪ সালে হিসাব বলছে ওয়াশিংটনে অপরাধের হার বিগত ৩০ বছরের মধ্যে সব থেকে কম। তাহলে কি বিরোধীদের দমন করতে এমন সিদ্ধান্ত ট্রাম্পের।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ, রাজ্যটি সমাজবিরোধী এবং দুষ্কৃতীদের জন্য আঁতুড়ঘর হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ওই রাজ্যের সাধারণ মানুষ। তাই আইনশৃঙ্খলা ঠিক রাখতে এমন সিদ্ধান্ত।
ট্রাম্প জানিয়েছেন, প্রাথমিকভাবে ওয়াশিংটনে ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে তারা রাজধানীর দখল নেবে।
জুন মাসে অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলস। বিক্ষোভ দমাতে ওই সময় মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে রাস্তায় নেমেছিল ন্যাশনাল গার্ড। সেবার ওই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম (Gavin Newsom)। ফের আইনশৃঙ্খলা ইস্যুতে ট্রাম্প ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন:- লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন
আরও পড়ুন:- লোকসভায় পাশ নয়া আয়কর বিল, কোন কোন ক্ষেত্রে বদল? জানুন