Bangla News Dunia, Pallab : ‘ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমি চাইব এই সমাবেশ সফল হোক।’ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি— এই চার গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছিল সিপিআইএম। বৈশাখের তপ্ত দুপুরে লাল পতাকায় ছেয়ে গিয়েছিল ব্রিগেড ময়দান।
আরও পড়ুন : মানসিক আঘাতের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !
এই সমাবেশ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “ভারতবর্ষে বামেরা ধর্মনিরপেক্ষ শক্তি। ওদের সঙ্গে রাজনৈতিক ও মতাদর্শের দিক থেকে অনেক বিরোধ রয়েছে। একটা সময় বামেদের বিরুদ্ধে লড়াই করেছি। বাম আমলে আন্দোলন করতে গিয়ে প্রচুর মার খেয়েছি। বুকে এখনও গুলির দাগ রয়েছে। জেল খেটেছি। কিন্তু এটাও বলতে হবে, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমি চাইব এই সমাবেশ সফল হোক।”
শুধু অধীর চৌধুরীই নয়, বামেদের ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ব্রিগেড সমাবেশের সাফল্য কামনা করে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড। সাফল্য কামনা করি।’’
এদিন বেলা ৩টেয় ব্রিগেডের সভা শুরু শুরু বামেরা। লাল পতাকা হাতে সভায় হাজির হয়েছিলেন রাজ্যের হাজারে হাজারে সিপিএমের কর্মী সমর্থক। বক্তাদের মধ্যে একমাত্র হেভিওয়েট নেতা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়া তালিকায় আছেন কৃষকসভার অমল হালদার, খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদি সাহুরা।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন