Bangla News Dunia, Pallab : ওষুধের দামবৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘৭৪৮টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। ১ এপ্রিল থেকে বাড়ানো হয়েছে। এই সব ওধুধ গরিব, সাধারণ মানুষ কেনেন। তাঁদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করানোর। এগুলির দাম বাড়িয়ে দেওয়া হল। আমি স্তম্ভিত।’
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে আগামী ৪ ও ৫ এপ্রিল প্রতি ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ওষুধের দাম বাড়াচ্ছ কেন?’ এই প্রশ্ন তুলে মিটিং-মিছিল হবে বলে জানান মমতা। সাধারণ মানুষকেও এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।