Bangla News Dunia, দীনেশ : মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের নাগপুরে। ঔরঙ্গজেবের সমাধিস্থল অবস্থিত ছত্রপতি সম্ভাজিনগরে। সেখান থেকে সমাধি সরিয়ে নিতে হবে, এমন দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং বজরং দল। সোমবার রাতে এই ইস্যুতে নাগপুরের (Nagpur) মহল এলাকায় শিবাজির মূর্তির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন দুই সংগঠনের কর্মীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে। আর তার জেরে শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি, দোকান। হিংসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আহত হন ১৫ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন ডিএসপিও। গুরুতর জখম হয়েছেন ৫ জন সাধারণ মানুষও।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাই
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষের পর প্রশাসনের তরফে নাগপুরের স্পর্শকাতর এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
কোতোয়ালি, গণেশপেঠ, তহসিল, লাকাদগঞ্জ, পাঁচপাওলি, শান্তিনগর, সক্করদারা, নন্দনবন, যশোধরানগর এবং কপিলনগর থানা এলাকায় কার্ফিউ জারি করা হয়েছে। এবিষয়ে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিংহল নির্দেশিকা জারি করেছেন।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নাগপুর শহর বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। কেউ যেন গুজবে কান না দেয় এবং আইন নিজের হাতে না তুলে নেয়।’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সবাইকে শান্তি বজায় রাখা ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ