কংগ্রেসে মেগা ভাঙন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : হাত ছোড়ে তো মগর রিস্তে নেহি….মিলে যেতে পারে কবি গুলজারের অনবদ্য সম্পর্ক ভাঙা-গড়ার সুর। আক্ষরিক অর্থেই হাত ছাড়লে ‘ওয়েলকাম’ এমনই ইঙ্গিত দিল সিপিআইএম। তীব্র রাজনৈতিক বিতর্কিত ব্যক্তিত্ব শশী থারুরে দল বদলানো অর্থাৎ কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান সম্ভাবনা বাড়ছে।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

গত কয়েকটি দশক ধরে কেরলের রাজনীতিতে দুুই মেরু কংগ্রস ও সিপিআইএম। পরপর পালাবদলের রীতি গত বিধানসভা নির্বাচনে ভেঙে দুবার টানা বাম সরকার চলেছে কেরলে। তবে পরবর্তী নির্বাচনে এ রাজ্যে বাম সরকার আর থাকবে না বলেই মনে করা হচ্ছে। সেরকম হলে দেশে আর কোনো রাজ্যেই বাম সরকার না থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আগেই বাম জমানার পতন হয়েছে। এই পরিস্থিতিতে শশী থারুরের মতো বিদগ্ধ ও বিতর্কিত কংগ্রেস নেতাকে পেলে স্বাগত জানাতে তৈরি সিপিআইএমের কেরল রাজ্য কমিটি। India Today জানিয়েছে, সিপিআইএমের তরফে শশী থারুরকে গ্রহণ করার ইঙ্গিত এসেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

সিনিয়র সিপিআই(এম) নেতা টমাস আইজ্যাক বলেছেন থারুর কেরলের রাজনীতিতে অনাথ হবেন না। যদি তিনি কংগ্রেস ছেড়ে যান তাকে তার অবস্থান পরিষ্কার করতে দিন, কিন্তু থারুরকে মেনে নিতে সিপিআই(এম)-এর কোনো বাধা নেই। আমাদের দল অতীতে অনেক কংগ্রেস নেতাকে স্বাগত জানিয়েছে,।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন