কক্ষপথ অধরা, উৎক্ষেপণের ৪০ সেকেন্ডেই বিধ্বস্ত জার্মান রকেট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :-  উৎক্ষেপণের মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হল রকেট। পৃথিবীর কক্ষপথে পাঠানোর উদ্দেশ্যে রবিবার নরওয়ে থেকে এই উৎক্ষেপণ করেছিল জার্মান সংস্থা ইসার অ্যারোস্পেস। কিন্ত মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে তা সমুদ্রে ভেঙে পড়ে এবং বিস্ফোরণ হয়।

যদিও সংস্থাটি মোটেও এতে হতাশ নয়। তারা আগেই জানিয়েছিল যে, রকেট তার লক্ষ্যে নাও পৌঁছাতে পারে। ইসারের কর্তাদের দাবি, এই অভিযান ব্যর্থ হয়নি। এটা থেকে তাঁদের কর্মীরা অনেক কিছু শিখেছেন, যা পরবর্তী কাজে লাগবে। তাঁদের মূল লক্ষ্য ছিল, মহাকাশযান সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

ইসারের প্রধান নির্বাহী এবং সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল মেটজলার বলেছেন, ‘আমাদের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত প্রত্যাশা পূরণ করেছে।’

আরও পড়ুন:- কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন

রাশিয়া, আমেরিকা, চিন, ফ্রান্স, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে থাকে। নাসা, ইসরোর পাশাপাশি এলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সও তা করে। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর এই ব্যবসা ক্রমশ লাভজনক হয়ে উঠছে। এমন অবস্থায় ইসার তথা ইউরোপ পিছিয়ে থাকতে চাইছে না। সেজন্য তারা কক্ষপথে রকেট পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

গতকাল স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে নরওয়ের অ্যান্ডোয়া স্পেসপোর্ট থেকে ইসার অ্যারোস্পেসের মানববিহীন ‘স্পেকট্রাম’ রকেটের উৎক্ষেপণ করা হয়। এরপরই তা থেকে ধোঁয়া বের হতে থাকে। এক মিনিটেরও কম সময়ের মধ্যে রকেট ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে জোরালো বিস্ফোরণ হয়।

আরও পড়ুন:- জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন

পৃথিবীর কক্ষপথ বা তার বাইরে উপগ্রহের মতো লোড স্থাপনের জন্য অরবিটাল রকেটটি  ডিজাইন করা হয়েছে। এর প্রথম যাত্রার লক্ষ্য ছিল ইউরোপের মূল ভূখণ্ড থেকে পৃথিবীর কক্ষপথে উপগ্রহ পাঠানো শুরু করা। ইসারের তরফে জানানো হয়েছে, ‘স্পেকট্রাম’ রকেটের ভেক্টর কন্ট্রোল সিস্টেমটি ত্রুটিপূর্ণ ছিল। যেকারণে তা বিধ্বস্ত হয়েছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার শীর্ষ কর্তা জোসেফ অ্যাশবাচার এক্সে একটি পোস্টে বলেছেন, ‘প্রচুর তথ্য পাওয়া গিয়েছে। আমি নিশ্চিত, ইসার অ্যারোস্পেস এটা থেকে অনেক কিছু শিখবে।’ তাঁর সংযোজন, ‘রকেট উৎক্ষেপণ কঠিন কাজ। কিন্তু কখনও হাল ছাড়বেন না, পূর্ণ উদ্যমে এগিয়ে যান।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন