Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চায় প্রচুর পরিমানে অর্থ উপার্জন করতে। তার জন্য মানুষ কঠোর পরিশ্রম করে থাকে। কেউ খুব সহজেই কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা পায় আবার কেউ কঠোর পরিশ্রম করে যাবার পরেও সফলতা পায়না। অর্থ উপার্জনের জন্য কেউ শারীরিক শ্রম দিয়ে কাজ করে আবার কেউ বুদ্ধি খাটিয়ে কাজ করেন। আসলে মানুষ নিজের ও পরিবারের দৈনন্দিন চাহিদাগুলিকে মেটাতে কোনও না কোনও উপায় বের করে পরিশ্রম করে চলেছেন। সব মানুষই চায় যে তাঁর যেন অর্থের অভাব না থাকে। বাস্তু শাস্ত্রে এমন কিছু জিনিসের বিষয়ে বলা হয়েছে যা আমাদের জীবেনে শুধু সুখ নয়, বরং মানুষের জীবনের আর্থিক সমস্যা ও সব ধরনের দুঃখ–দুর্দশা দূর করে থাকে।
আরো পড়ুন :- বাস্তুকে ত্রুটিমুক্ত রাখতে এবং পারিবারিক আর্থিক উন্নতির জন্য করুন এই সহজ কাজ
মা লক্ষ্মীকে অর্থের দেবী হিসাবে মানা হয়। তাই মাকে প্রসন্ন করতে আর নিজেদের ঘরে তাঁর পাকাপাকি বসবাস করানোর জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। তবে যদি আপনার ঘরে সুখ-শান্তি না থাকে, সর্বদা আর্থিক সমস্যার সৃষ্টি হয় ও কঠোর পরিশ্রমের পরেও অর্থ উপার্জন হয় না , বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয় বা অর্থ ধরে রাখতে পারছেন না। তবে নিজের বাড়িতে আপনি রূপোর ময়ূর রাখতে পারেন।
রূপোর ময়ূর বাড়িতে রাখা খুবই লাভজনক বলে বিশ্বাস করা হয়। রূপোকে প্রথম থেকেই শুভ বলে মনে করা হয়। অন্যদিকে ময়ূর দেব-দেবতার খুবই প্রিয়। তাই রূপোর ময়ূর ঘরে রাখলে ঘরে ইতিবাচক ক্ষমতার পাশাপাশি বাড়িতে অর্থের কোনও অভাব থাকবে না।
যারা বাড়িতে রুপোর ময়ূর রাখতে পারবেন না , তারা বাড়িতে ময়ূরের পালক রাখুন। এই ময়ূরের পালক খুবই শুভ। এই পালক ভগবান শ্রী কৃষ্ণের মাথায় থেকে তার শোভা বাড়ায়। এছাড়া বিভিন্ন দেব – দেবীর পুজো আরতির সময় এই ময়ূরের পালকের তৈরী পাখাই ব্যবহার করা হয়। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা বাড়িতে অবশই এই ময়ূরের পালক রাখতে পারেন। ময়ূরের পালক বাচ্চাদের কুদৃষ্টি থেকে রক্ষা করে।
আরো পড়ুন :– এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)