কতটা ভয়াবহ নতুন চিনা ভাইরাস ? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

corona

Bangla News Dunia, Pallab : নতুন চিনা ভাইরাসের ব্যাপারে বিশ্বব্যাপী কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে ঠিকই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, করোনা পর্বে হওয়া বিশ্বজোড়া টিকাকরণের কল্যাণে নতুন ভাইরাসের এই অতিমারী সৃষ্টির আশঙ্কা প্রায় নেই। নতুন এক ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব ইতিমধ্যেই জানান দিয়েছেন চিনা গবেষকরা। সেই এইচকেইউভি৫-কোভ২ প্রসঙ্গে ‘সেল’ জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পর থেকেই করোনা নিয়ে চর্চা তুঙ্গে সারা দুনিয়ায়।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

কিন্তু বিশেষজ্ঞরা অভয় দিয়ে বলছেন, এখনই এ নিয়ে দুশ্চিন্তায় ভোগার কোনও কারণ নেই। প্রথমত, এই ভাইরাসের অস্তিত্ব এখনও পর্যন্ত শুধুমাত্র বাদুড়ের শরীরেই চিহ্নিত, মানুষে সংক্রমণের কোনও নজির এখনও পর্যন্ত নেই। আর দ্বিতীয়ত, বিশ্বজুড়ে যে টিকাকরণ-যজ্ঞ চলেছে করোনা পর্বের সময়ে, তাতে এই নতুন ভাইরাস মানুষে সংক্রমিত হলেও তা কখনওই মহামারী বা অতিমারীর চেহারা নেবে না। কারণ, পুরনো টিকার সুরক্ষা ফিকে হলেও অটুট রয়েছে এখনও।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

নভেল করোনা ভাইরাসের মতো এইচকেইউভি৫-কোভ২ ভাইরাসটির অস্তিত্বও মিলেছে বাদুড়ের শরীরে। এবং সেটিরও সন্ধান মিলেছে সেই চিনের উহানেরই গবেষণাগারে। আবার বিজ্ঞানীরা জানিয়েছেন, নভেল করোনাভাইরাস যে ভাবে শরীরের অ্যাঞ্জিয়োটেনসিন কনভার্টিং এনজ়াইম-২ বা এসিই-২ রিসেপ্টরকে আঁকড়ে ধরেই সংক্রমণটা ঘটায়, এইচকেইউভি৫-কোভ২ ভাইরাসও তেমন করেই শরীরে সেঁধিয়ে গিয়ে সংক্রমণ ঘটায়।

যদিও আশার কথা হলো, করোনাভাইরাসের তিন পুরোনো রূপ সার্সকোভ, মার্সকোভ এবং নভেল করোনাভাইরাস বা সার্সকোভ২-এর মতো মানুষে সংক্রণের উপযোগী ‘হোস্ট সুইচিং’ লক্ষ্য করা যায়নি এইচকেইউভি৫-কোভ২–এর। অর্থাৎ, সংক্রমণটি এখনও সীমিত বাদুড়ে শরীরেই।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন