কন্যা সন্তান থাকলে লটারি লেগেছে আপনার, জানুন কেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনার কি কন্যা সন্তান রয়েছে? যদি থাকে, তবে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চিন্তা নেই এবার বাড়িতে কন্যা সন্তান থাকলে লটারি লেগেছে আপনার। ভারত সরকার এক বিশেষ প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দিচ্ছে বড় অঙ্কের টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন—আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা। তাহলে আপনি অবশ্যই ভাবছেন কি এই প্রকল্প এবং কিভাবেই বা আপনারা এই টাকা পাবেন চিন্তা করবেন না, সম্পূর্ণ খবরটি বিস্তারিত ভাবে পড়লে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। বিশেষ করে কন্যা সন্তানদের উন্নতি ও শিক্ষার ওপর জোর দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রাজ্য সরকার যেমন রাজ্যে নারীদের এবং মহিলাদের অকন্যা সন্তানদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন ঠিক তেমনি কেন্দ্র সরকারও “বেটি বাঁচাও, বেটি পড়াও” স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই শুরু হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। বিশেষ এই প্রকল্পের মাধ্যমে আপনার কপাল খুলে যেতে পারে এবং আপনি পেয়ে যেতে পারেন সর্বাধিক ১০ লক্ষ পর্যন্ত টাকা।

 প্রকল্পের নাম

এই স্কিমের নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। এর মাধ্যমে কন্যা সন্তানের নামে অভিভাবকরা একটি অ্যাকাউন্ট খুলে মাসে অল্প কিছু টাকা জমা করলেই ভবিষ্যতে পাবেন বড় অঙ্কের অর্থ। সর্বোচ্চ সুবিধা হিসেব করলে এটি দাঁড়াতে পারে প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত। আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রকল্পটি সর্ব উপেক্ষা বহুল প্রচলিত এবং উল্লেখযোগ্য একটি প্রকল্প। এই প্রকল্পে একবার নাম লেখালে আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত পড়াশোনা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত কোন খরচ আপনার নিজে থেকে করতে হবে না ১০ লক্ষ টাকা পেয়ে গেলে এখান থেকে সমস্ত কিছুই সম্পূর্ণ হয়ে যাব। এছাড়াও এই টাকা দেওয়ার পিছনে আরো একটি উদ্দেশ্য হলো মেয়েরা যাতে পড়াশোনা থেকে বাদ না যায় এবং কোম বয়সে বিয়ে না হয়।

 নতুন পরিবর্তন

ভারত সরকার সম্প্রতি সুকন্যা সমৃদ্ধি যোজনায় কয়েকটি বড় পরিবর্তন এনেছে। চলুন দেখে নেওয়া যাক—

  1. ব্যাংক বাড়ানো হয়েছে
    আগে শুধুমাত্র SBI, পোস্ট অফিস এবং HDFC ব্যাঙ্কে SSY অ্যাকাউন্ট খোলা যেত। এখন থেকে দেশের যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই এই অ্যাকাউন্ট খোলা যাবে। এর ফলে সকল ভারতবাসীরা এর সুবিধা উপভোগ করতে পারবে এবং নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে বা যে কোন ভারতীয় সরকারি ব্যাংকে গিয়েই আবেদন জানাতে পারবে।
  2. সুদের হার বৃদ্ধি
    এতদিন সুদের হার ছিল ৭.৬০%। কিন্তু নতুন পরিবর্তন অনুযায়ী এখন সুদের হার ৮% করা হয়েছে। এর ফলে অভিভাবকরা আরও বেশি লাভ পাবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন