Bangla News Dunia Desk : শরতেও বৃষ্টিতে বিরাম নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন টানা ভারী বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বাদ যাবে না কলকাতাও। গত কয়েক দিনে শহরে বৃষ্টি কিছুটা কমেছে। রোদের তেজ বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে গরম। তবে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চলতি সপ্তাহেই। পুজোর মুখে সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিস।
রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট তেমন থাকবে না। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এই দু’দিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝড়বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।