কবে থামবে ঝড়-বৃষ্টি ? জানাল হাওয়া অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন আইএমডির তরফে জানানো হয়েছে রাজ্যের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বইতে পারে ঝোড়ো হাওয়া, কলকাতার আবহাওয়ার হালচাল কেমন থাকবে? দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। এর আগে, রাজ্যে বৃহস্পতিবার থেকেই একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত। এদিকে, আজ শনিবার আবহাওয়ার মুখ ভার করা অবস্থার মধ্য দিয়েই ইডেনে শুরু হয়েছে আইপিএল-র প্রথম ম্যাচ। উল্লেখ্য, রাজ্যজুড়ে গত কয়েকদিনে ঝড় বৃষ্টির প্রভাবে অনেকটাই কমেছে তাপমাত্রা।

রবিবার তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার পর থেকে চৈত্রের বাংলায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে পাল্টাতে পারে পরিস্থিতি। রবিবার দক্ষিণের সব জেলাতেই ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন