কর কাঠামোয় বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া কর এছাড়াও করের চাপ কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় বড় পরিবর্তন এনেছেন কেন্দ্রীয় সরকার। এতদিন জিএসটিতে চার টাইপের করহার চালু ছিল ৫%, ১২%, ১৮%, ২৮% । এবার সেই ব্যবস্থা সরল করে রাখা হলো মাত্র দুটি করহার ৫% আর ১৮%।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন করহার ( জিএসটি) চালু হবে।
উল্লেখযোগ্যভাবে, এই জিএসটি সংস্কারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে দেওয়া “দীপাবলির উপহার” ঘোষণার অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার দাবি করছে, এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা আর্থিক স্বস্তি নিয়ে আসবে।