কম খরচে দেশেই মিটবে সুইৎজারল্যান্ড দেখার শখ, ঘুরে আসতে পারেন ছুটিতে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পৃথিবীর যে কয়েকটি জায়গায় গেলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য, যে জায়গায় জীবনে একটিবার যাওয়ার শখ বহু মানুষের মনে লুকিয়ে থাকে, তার একটি অবশ্যই সুইৎজারল্যান্ড। বরফ ঢাকা পাহাড় সারি, সবুজে মোড়া উপত্যকা, সবুজ বন, ছবির মত সুন্দর প্রকৃতি, সুইৎজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম পর্যটন আকর্ষণ করে তুলেছে।

তবে সুইৎজারল্যান্ড দর্শনের খরচও নেহাত কম নয়। খরচও অত হবেনা, অত সময়ও লাগবে না ঘুরতে যাওয়ায়, আবার সুইৎজারল্যান্ডের স্বাদটাও তারিয়ে উপভোগ করা যাবে, এমন আশ্চর্য জায়গা রয়েছে এই ভারতেই।

হিমাচল প্রদেশের চাম্বা জেলার ডালহৌসির কাছেই রয়েছে খাজিয়ার নামে একটি অপূর্ব জায়গা। ছবির মত সুন্দর এই জায়গাকেই মিনি সুইৎজারল্যান্ড বলা হয়ে থাকে।

পাহাড়ি এই জায়গার চারধার হিমালয়ে ঘেরা। রয়েছে সবুজ উপত্যকা। সবুজ বনাঞ্চল। এক অপরূপ প্রকৃতি বিরাজ করে এখানে। সাড়ে ৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত খাজিয়ার ধৌলাধর রেঞ্জের অংশ। এর সবচেয়ে বড় পাওনা এক প্রাকৃতিক সৌন্দর্য। যা ওখানে দাঁড়িয়েই কেবল উপভোগ করা সম্ভব।

সেজন্যই একে ভারতের সুইৎজারল্যান্ড বলা হয়। মেঘ আর বরফে ঢাকা পাহাড়ের সারি, সবুজ মালভূমির মাঝে খাজিয়ার লেক, পাইনের বন এক অন্য ছবি এঁকে দিয়েছে এখানে।

খাজিয়ার থেকে অনেকে ট্রেকিংও করতে বেরিয়ে পড়েন। এখানে একাধিক ট্রেকিং রুট রয়েছে। এখানে অনন্ত সবুজের মাঝে পৌঁছলে যে কারও মনে হবে যেন ভারতে নয়, সুইৎজারল্যান্ডে আছেন। খাজিয়ার ভ্রমণ এক পরম প্রাপ্তি সন্দেহ নেই।

আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন