Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিদেশে পড়াশোনা করতে যাওয়ার (Study Abroad) ইচ্ছে থাকে অনেক ছাত্র-ছাত্রীর। তবে বিদেশে পড়তে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রসেস থাকে। প্রথমত খরচের ধাক্কা। ধরেই নিতে হবে বিদেশে পড়তে যাওয়ার জন্য মোটা অংকের টাকা খরচ হবে। তবে যদি খোঁজ খবর করে যাওয়া যায়, তাহলে খরচ অনেকটাই কমতে পারে। এরকমই কিছু বিষয় যদি আগে থেকে জানা থাকে, তাহলে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে। আজকের প্রতিবেদনে রইল বিদেশে পড়তে যাওয়ার টিপস (Tips For Study Abroad).
Important tips before going to study abroad
১) প্রাথমিক প্রস্তুতিপর্ব
বিদেশে পড়তে যাওয়ার আগে প্রাথমিক প্রস্তুতি নিতেই হবে। যেমন, বিদেশের কোন প্রতিষ্ঠানে পড়তে চান, কীভাবে সেই প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যাবে সেই বিষয়ে আগে থেকে খোঁজ নিতে হবে। অনেকে ভাবেন উচ্চ মাধ্যমিকের পরেই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন। আবার অনেকে আছে যারা বিদেশ থেকে স্নাতকোত্তর পড়তে চান। তাই আপনি কোন প্রতিষ্ঠান থেকে আর কোন কোর্সে পড়বেন, সেটাই আগের থেকে স্থির করে নিন।
২) কি নিয়ে পড়াশোনা করতে চান
বিদেশে পড়তে যাবেন সে কথা নয় ঠিক হয়েছে, কিন্তু সেখানে গিয়ে কি নিয়ে পড়বেন? প্রাথমিক পর্বেই সেই চিন্তাভাবনা সেরে নিতে হবে। বিদেশে পড়ার পরিকল্পনা করলে সবার আগে যে সিদ্ধান্ত নিতে হবে তা হল কোন কোর্স পড়বেন। এখানেই ভাবতে হবে আপনি যে কোর্সে পড়তে চাইছেন সেই কোর্সের ভবিষ্যৎ সম্ভাবনা কি রকম, কোন কোর্স পড়লে আগামী দিনে লাভ বেশি সম্ভাবনা প্রবল, বিচার বিবেচনা করে ঠিক করে নিন।
৩) স্কলারশিপের খোঁজখবর
বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে স্কলারশিপের খোঁজ নিয়ে নিন। স্কলারশিপ পেলে খরচ অনেকটাই কমে যাবে স্বাভাবিকভাবে। প্রথমে কোর্স নিয়ে সিদ্ধান্ত নিন আর পরবর্তীতে স্কলারশিপের বিষয়ে খোঁজ নিতে হবে। বর্তমানে সকল ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকও এ দেশের পড়ুয়াদের বিদেশে পড়তে যাওয়ায় উৎসাহিত করার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।
৪) কোথায় কোন কোর্সের পড়াশোনা ভালো
আপনি বিদেশে যাবেন তা তো নয় ঠিক করেছেন। কিন্তু ঠিক কোন দেশে কোন বিষয়টি ভালো করে পড়ানো হয়, তার যদি আগের থেকে খোঁজ খবর না নেন তাহলে পরবর্তীতে অসুবিধা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভারতীয় ছাত্রছাত্রীরা ব্রিটেন, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া- এইসব জায়গা উচ্চশিক্ষার জন্য পছন্দ করেন। সেখানে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোর্স পড়ানো হয়, কোথায় খরচ কি রকম, সেই ব্যাপারেও অনেক আগে খোঁজ রাখা দরকার।
৫) বিদেশের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ
বিদেশে পড়তে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেখানকার জীবনযাত্রা সম্পর্কে আগের থেকে জেনে নিতে হবে। প্রতিটি দেশের জীবনযাত্রার খরচ আলাদা হয়। অভিভাবকদের এক্ষেত্রে খোঁজ নিতে হবে তাঁদের সন্তান কতদিনের কোর্স করতে যাচ্ছে, সেই নির্দিষ্ট মেয়াদের মধ্যে থাকা-খাওয়া সহ বিভিন্ন বিষয়ে কেমন খরচ হতে পারে ইত্যাদি।
উপসংহার: বর্তমানে বিভিন্ন দেশ ছাত্র-ছাত্রীদের পছন্দমত কোর্স শিক্ষা প্রতিষ্ঠান অফার করে থাকে। তবে যদি প্রথম থেকেই আপনি মাইন্ড সেট করে রাখেন যে বিদেশে গিয়ে পড়াশুনা করবেন, তাহলে প্রত্যেকটি বিষয়ে খুঁটিয়ে খোঁজখবর করে তবেই যান। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
আরও পড়ুন:- LIC চালু করেছে দারুণ লাভজনক পেনশন স্কিম, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- বাংলাদেশে ছাত্র আন্দোলনের ‘গরিব’ নেতাদের কোটি-কোটির ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, জানুন বিস্তারিত