কম খরচে ব্যাবসায় মার্কেটিং করবেন কি ভাবে জেনে রাখুন।

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- ব্যবসায় মার্কেটিং একটি গুরুত্ব পূর্ণ জিনিস। আপনার ব্যবসার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ব্যবসার ও পণ্যের বা সেবার ব্যাপারে মানুষ জানতে পারে। অনেকেই ভাবে মার্কেটিং এর জন্য প্রচুর অর্থ খরচ করতে হয়। কিন্তু এটা সঠিক নয়। বুদ্ধিদীপ্ত ও বর্তমানের সাথে মিশে ও খুবই কম খরচে মার্কেটিং করা যায়।

তবে অনেক ব্যাবসায়ি আছে যারা তাদের ব্যবসার জন্য মার্কেটিং করেননা। কিছুদিন পরে দেখা যায় তাদের কোনো প্রতিদ্বন্দ্বী তাদের ব্যবসাকে টপকে আগে চলে গেছে। তাই নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে ব্যবসার মার্কেটিং করা খুবই দরকারি। চলুন কিছু কম খরচের মার্কেটিং টিপস দেখে নেওয়া যাক।

১. ভিডিও মার্কেটিং :- আপনার পণ্যের কিছু ছোট ছোট ভিডিও তৈরি করুন। সেই সব ভিডিও আপনার ক্রেতাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিন। এছাড়া কিছু অর্থ খরচ করে এই ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারেন।

২. ইনফোগ্রাফিক্স মার্কেটিং :- ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে খুবই সহজ ভাবে আপনার পণ্যকে আপনার কাস্টমারের দৃষ্টি গোচর করতে পারেন। এর জন্য ও আপনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে।

৩. সোশ্যাল নেটওয়ার্কিং :- সোশ্যাল নেটওয়ার্ক গুলির খুবই ভালো ভাবে ব্যবহার করুন , যেমন – ফেসবুক , টুইটার , ইন্সট্রাগ্রাম , হোয়াটস এপ , পিন্টারেস্ট , লিঙ্কডিন এই সকল সাইট গুলোতে আপনার ব্যবসার একাউন্ট তৈরি করুন এবং তার দ্বারা আপনার ব্যবসার একটি সুবিশাল পরিধি তৈরি করুন।

৪. বিজ্ঞাপন দিন :- মাঝে মাঝে আপনার ব্যবসার জন্য অনলাইনে বিজ্ঞাপন দিন। অনলাইনে খুবই কম খরচে বিজ্ঞাপন দেওয়া সম্বভ। আর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে আপনার বিজ্ঞাপন সঠিক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া সম্বভ হয়।

৫. বিজনেস কার্ড :- আজকাল অনলাইন বিজনেস কার্ড তৈরি করা হয় , যার মাধ্যমে আপনি আপনার বিজনেস কার্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিতে পারবেন। এই কার্ড তৈরি করতে আপনাকে একবারই টাকা খরচ করতে হবে।

৬. ওয়েবসাইট :- বর্তমানে প্রতিটি মানুষ অনলাইনের মাধ্যমেই সবকিছু দেখাশোনা করছেন এবং প্রচুর মানুষ অনলাইনে কেনাকাটা করছেন। তার জন্য দরকার একটি ওয়েবসাইটের। আর বর্তমান ব্যবসায় আপনার একটি ওয়েবসাইট থাকা দরকার। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ক্রেতা আপনার ব্যবসার উপর বিশ্বাস করে। ও ক্রেতার কাছে আপনার ব্যবসার একটি ভালো চিত্র ফুটে ওঠে।

বর্তমানে খুবই কম খরচে আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করাতে পারেন। যার জন্য আপনি এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন – 8967491470

৭. ই – মেইল মার্কেটিং :- ই – মেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ক্রেতার কাছে খুবই কম পয়সায় আপনার বিজ্ঞাপন পৌঁছতে পারবেন।

৮. অনলাইন কনটেস্ট :- আপনি কোনো নতুন পণ্য তৈরি করলে তা কিছু মানুষকে ফ্রীতে দেবার জন্য অনলাইনে কনটেস্ট আয়োজন করতে পারেন। যার মাধ্যমে প্রচুর মানুষ আপনার এই কনটেস্ট যোগদান করবে। আর তারা এই কনটেস্টের মাধ্যমেই আপনার পণ্যের ব্যাপারে জানতে পারবে।

৯. ফেসবুক মার্কেটিং :- আপনার কোনো ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা হলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন। এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনকে সঠিক ক্রেতা পর্যন্ত পৌঁছতে পারবেন। যেমন – আপনি আপনার ক্রেতা বাছতে পারবেন। ক্রেতা পুরুষ হবে না মহিলা , ক্রেতার বয়স কত থেকে কত তা ঠিক করতে পারবেন। আপনার ব্যবসা থেকে কতদূরে বিজ্ঞাপন দেখতে চান তাও ঠিক করতে পারবেন।

অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনকে সঠিক ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন। এই ফেসবুক বিজ্ঞাপন একটি মুদি দোকান থেকে শুরু করে , গহনার দোকান , জামা-কাপড়ের দোকান , জুতোর দোকান , কসমেটিক এর দোকান , বিউটিপার্লর এছাড়া কোনো ছোট ও মাঝারি ব্যবসা ও সেবা এই মার্কেটিং করতে পারে।

————————————————————————

আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করতে চাইলে।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

যোগাযোগ :- 8967491470

ই-মেইল :- [email protected]

ওয়েবসাইট :- avilodm.co

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা বাবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।

 

marketing

 

Highlights:- 

১. কম খরচে ব্যাবসায় মার্কেটিং করবেন কি ভাবে

২. ভিডিও মার্কেটিং , ফেসবুক মার্কেটিং , ইনস্টাগ্রাম মার্কেটিং , ই – মেইল মার্কেটিং , ইনফোগ্রাফিক্স মার্কেটিং , অনলাইন কনটেস্ট , বিজনেস কার্ড। 

#business #marketing #onlinemarketing #banglanewsdunia

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন