কম পুঁজি লাভ বিপুল, ৫ টি ইউনিক ব্যবসা পকেটে আসবে হাজার হাজার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের সংসার চালাতে নাজেহাল অবস্থা। এমন সময় অনেকে চাই কীভাবে মোটা অঙ্কের আয় করতে কিন্তু ব্যবসার বাজারেও প্রচন্ড প্রতিযোগিতা রয়েছে। যদি আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি এবং ভবিষ্যতে কিছু করতে চান তাহলে বর্তমান বাজারে ব্যবসা করা এবং তাতে সাফল্য পাওয়া অতি সহজ হবে আপনার জন্য। ব্যবসা শুরু করতে গেলে বর্তমানে বেশ কয়েকটি বিষয় মনে রাখতে হয় যেমন ধৈর্য, সঠিক জায়গা সঠিক ব্যবসা এবং বাজার চাহিদা ইত্যাদি।বর্তমানে এমন কয়েকটি ব্যবসা সম্পর্কে বলতে চাচ্ছি যার বাধা চাহিদা ভালো রয়েছে এবং ইউনিট হবে আপনার জন্য –

আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে

ঘরোয়া খাবারের ব্যবসা: স্বাদে-সুগন্ধে সাফল্যের গল্প

যদি আপনি বা আপনার বাড়ির কেউ রান্না জানেন, তাহলে ঘরোয়া খাবারের ব্যবসা একটি দারুণ অপশন হতে পারে। বিশেষ করে ফাস্ট ফুড, বিরিয়ানি, কিংবা হোম কুকড মিলসের চাহিদা এখন হু হু করে বেড়েই চলেছে। ছোট একটি রান্নাঘর, কিছু হাইজেনিক প্যাকেজিং সামগ্রী সমূহ, এবং সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে অর্ডার সংগ্রহ করলেই এই ব্যবসা দ্রুত বিস্তার করা সম্ভব। আপনি চাইলে বাড়ির কাছের মার্কেটে দোকান দিয়েও বিক্রি করতে পারেন বা হোম ডেলিভারির ব্যবস্থা করে ভালো আয় করতে পারেন। শুরুতেই ৫০০০-১০,০০০ টাকার মধ্যেই কাজ শুরু করা যায়।

অনলাইন টিউশন: আপনার জ্ঞানের বিনিময়ে আয়

বর্তমানে অনলাইন শিক্ষা ব্যবস্থা একটি বিশাল বাজার হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তবে সহজেই অনলাইন ক্লাস করে শুরু করতে পারেন। একটি স্মার্টফোন, হেডফোন ও একটি ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি Zoom, Google Meet বা YouTube-এর মাধ্যমে অনলাইন ক্লাস করে আয় শুরু করতে পারেন। আপনি চাইলে প্রাইভেট টিউশন যেমন চালিয়ে যেতে পারেন, তেমনই অনলাইনেও আরও বেশি শিক্ষার্থী পেতে পারেন সহজেই।  এইভাবে আয়ও দ্বিগুণ হতে পারে।

অনলাইন বেকারি ব্যবসা: মিষ্টি স্বপ্নের পথচলা

আজকাল কেক, কুকিজ, ব্রাউনি, পেস্ট্রি – এগুলোর চাহিদা শহর থেকে গ্রাম সব জায়গায় বিপুল রয়েছে। যদি আপনার বেকিং করার শখ ও দক্ষতা  থেকে থাকে, তবে এটি হতে পারে আপনার জীবনের নতুন দিগন্ত। খুব ছোট পরিসরে বাড়ির কিচেনে ওভেন ও কয়েকটি বেসিক উপকরণ নিয়ে শুরু করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে অর্ডার নিন এবং ডেলিভারির ব্যবস্থা করতে পারেন বা দোনাক দিয়েও ইনকাম করা যায়। বিশেষ দিনে (বার্থডে, এনিভার্সারি) কাস্টম কেক অফার করে খুব সহজেই নিয়মিত ক্রেতা গড়ে তোলা যায়।

হ্যান্ডমেড গয়নার ব্যবসা: সৃজনশীলতার মূল্য দিন

বর্তমানে হ্যান্ডমেড গয়নার প্রতি মানুষের আগ্রহ অনেক রয়েছে। বিশেষ করে কাপড়ের গয়না, বিড ও পাথরের গয়না, ট্রেন্ডি ডিজাইনের কানের দুল, নেকলেস সহ অন্যান্য। এই ব্যবসা করার জন্য খুব বেশি কিছু লাগে না – কিছু মনোমতো ডিজাইন থাকতে হবে ও হাতের কাজ জানা থাকলেই আপনি নিজের প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে পারেন ভালো দামে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করুন, বন্ধু-বান্ধবকে জানিয়ে প্রচার, আর অনলাইন মার্কেটপ্লেসে (যেমন: Etsy, Instagram Shop) প্রোডাক্ট তুলে দিয়ে আয় করতে পারেন।  ২০০০-৫০০০ টাকা পুঁজি দিয়েই শুরু করা সম্ভব।

ফলের কিয়স্ক বা জুস কর্নার: স্বাস্থ্য নিয়ে ব্যবসা

স্বাস্থ্য সচেতনতা যেমন বেড়েছে, তেমনি ফল ও জুসের চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। খুব ছোট একটি ফলের দোকান বা ফলের কিয়স্ক তৈরি করে প্রতিদিন ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। স্কুল-কলেজের পাশে, অফিস পাড়া বা ব্যস্ত বাজারের আশেপাশে এই ব্যবসা হলে খুব ভালো হয়। অল্প কিছু পুঁজি দিয়ে ফলের স্টক নিয়ে প্রতিদিনের ভিত্তিতে বিক্রি শুরু করতে পারেন। চাইলে আপনি জুস, সালাদ ও ফলের কাটিং করা প্লেট বিক্রিও করতে পারেন।

অতিরিক্ত কিছু লাভজনক আইডিয়া:

ধারাবাহিক নম্বর ব্যবসার ধরন প্রাথমিক খরচ সম্ভাব্য আয় (মাসিক)
হোম কিচেন/ফাস্ট ফুড ₹৫,০০০ – ₹১০,০০০ ₹১৫,০০০ – ₹৫০,০০০+
অনলাইন টিউশন ₹১,০০০ – ₹৩,০০০ ₹২০,০০০ – ₹৬০,০০০+
অনলাইন বেকারি ₹৩,০০০ – ₹৮,০০০ ₹১০,০০০ – ₹৩০,০০০+
হ্যান্ডমেড গয়না ₹২,০০০ – ₹৫,০০০ ₹৮,০০০ – ₹২৫,০০০+
ফলের দোকান/কিয়স্ক ₹৫,০০০ – ₹১২,০০০ ₹১৫,০০০ – ₹৪০,০০০+

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন