কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

business idea

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজকে স্বল্প বিনিয়োগে সেরা কয়েকটা ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নিতে চলেছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির জন্য অপেক্ষা করার থেকে আপনি যদি নিজে কোন ছোট ব্যবসা শুরু করেন, তাহলে অনেকটাই অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। অনেক ব্যক্তি মনে করেন ব্যবসা শুরু করতে গেলে অনেক মূলধনের দরকার। ব্যবসা শুরু করতে গেলে সব সময় অনেক মূলধন নিয়ে নামতে হয় মাঠে এমনটা নয়, কম টাকার মধ্যে আপনি বেশ কিছু ব্যবসা শুরু করতে পারেন।

আজকের এই প্রতিবেদনে বেশ কিছু ব্যবসা সম্বন্ধে আলোচনা করা হবে যেই গুলি কম মূলধনের মধ্যে আপনি শুরু করতে পারবেন। আপনিও যদি একটি ছোট ব্যবসা শুরু করার কথা ভেবে থাকছেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

লাভজনক ছোট ব্যবসার আইডিয়া

অনলাইন টিউটরিং :- বর্তমান যুগে দাড়িয়ে অনলাইন মাধ্যমে অর্থ উপার্জন করার সুযোগ অনেক ভাবে করা যায়। এর মধ্যে অন্যতম হলো অনলাইন টিউটরিং। ডিজিটাল যুগে অনলাইন মাধ্যমে আপনি শিক্ষাদান করতে পারেন। অনলাইন টিউটরিং এর জন্য প্রাথমিক বিনিয়োগ করার প্রয়োজন হয় সেই গুলি হল – একটি কম্পিউটার, একটি নির্ভর যোগ্য ইন্টারনেট সংযোগ এবং পড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম।

আপনি গণিত, বিজ্ঞান, ভাষার মতো বিষয় গুলিতে অথবা কোডিং বা গ্রাফিক ডিজাইনের মতো বিশেষ দক্ষতার উপর একের পর এক সেশন বা গ্রুপ ক্লাস অফার করতে পারেন। এই কাজের জন্য শুরুতে খরচ অনেকটাই কম এবং শিক্ষার যেহেতু চাহিদা রয়েছে বিশেষ করে অনলাইন টিউটোরিয়াল একটি লাভজনক ব্যবসার আইডিয়া।

আরও পড়ুন:- তৃণমূল নেতার বাবাকে খুনে কারাদণ্ড দলেরই-সহ 13 নেতা- নেত্রী কর্মীর, বিস্তারিত জানুন

Best Business Idea 2025

হোম বেকারি :- যদি আপনার বেকিংয়ের প্রতি আগ্রহ থাকে, তাহলে এটিকে একটি ব্যবসায় রূপান্তর করতে পারেন। প্রাথমিকভাবে যে জিনিস গুলোতে বিনিয়োগ করা প্রয়োজন পড়বে সেই গুলি হল – বেসিক বেকিং সরঞ্জাম, উপকরণ এবং প্যাকেজিং উপকরণ। স্থানীয় গ্রাহকদের কাছে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে তৈরি কেক, কুকিজ, মাফিন বা রুটি বিক্রি করুন। এই ব্যবসার আইডিয়া ওভারহেড খরচ কম এবং কাস্টমাইজড বা বিশেষ বেকড পণ্যের জন্য প্রিমিয়াম মূল্য চার্জ করার সুবিধা রয়েছে।

হস্তনির্মিত কারুশিল্প ব্যবসার আইডিয়া :- যে সমস্ত ব্যক্তি হস্ত নির্মিত কালো শিল্প বানাতে পারদর্শী, তাদের জন্য এই ব্যবসা অনেকটাই উচ্চ লাভজনক ব্যবসা। আপনি বাড়িতে বসেই গয়না, মোমবাতি, চিত্র কর্ম, বা বোনা জিনিস পত্র যাই হোক না কেন সোশ্যাল মিডিয়ার মতো অনলাইন মার্কেট প্লেস অথবা স্থানীয় কারু শিল্প মেলায় আপনার সৃষ্টি বিক্রি করতে পারেন। এই ব্যবসায় ব্যবহৃত উপকরণ গুলো দাম অনেক কম তাই এই ব্যবসার আইডিয়া জন্য প্রথমেই বেশি মূলধনের প্রয়োজন পড়ে না।

Business Opportunities in India

ফটোগ্রাফি ব্যবসা :- যদি আপনার ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকে, তাহলে ফটোগ্রাফি ব্যবসার আইডিয়া থেকে আপনি আয়ের উৎস খুজে পেতে পারেন। আপনি বিবাহ, অনুষ্ঠান, প্রতি কৃতি, পণ্য ফটো গ্রাফি, এমনকি স্টক ফটো গ্রাফির কাজ অনায়াসে করে অর্থ উপার্জন করতে পারবেন।

টিফিন সার্ভিস বা ক্লাউড কিচেন :- যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য টিফিন সার্ভিস একটি চমৎকার ব্যবসার উৎস হতে পারে। আপনি বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করে সেই গুলি সরবরাহ করে অর্থ উপার্জন করতে পারবেন এই ব্যবসার আইডিয়ার মাধ্যমে।

ডেটা এন্ট্রির কাজ :- বিনা বিনিয়োগে যারা অনলাইন কাজ খুঁজছেন তাদের জন্যে ডেটা এন্ট্রি হলো অন্যতম মাধ্যম। আপনি যদি ভালো লেখালেখি জানেন কিংবা এডিট কাজ জানেন তাহলে পার্ট টাইম কাজ করতে পারবেন।
এই ধরনের কাজ করার জন্য আপনার কাছে থাকতে হবে একটি ল্যাপটপ এবং থাকতে হবে কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান।

ট্রাভেল এজেন্সি :- প্রত্যেকটি মানুষ অবসর সময়ে ঘুরতে যেতে পছন্দ করে থাকেন। কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য ভ্রমণ ট্যুর কিভাবে পরিকল্পনা করবেন সেটা সময় নিয়ে করে উঠতে পারেন না। এই জন্য সেরা ভ্রমণ পথের পরামর্শ দেওয়ার জন্য এবং মানুষের ভ্রমণ গন্তব্যকে আরো সুন্দর করে তোলার জন্য বিভিন্ন পর্যটন এজেন্সি ব্যবসার আইডিয়া রয়েছে, যারা আপনাকে অল্প দিনের মধ্যে একটা সুন্দর ট্যুর গাইড আপনাকে দিয়ে দেবে।

কুরিয়ার সার্ভিস :- লজিস্টিক এমন একটি পরিষেবা যা সারা বছর ধরে ব্যবসা করে। কর্মীদের নিয়োগ করুন, একটি সেটআপ করুন এবং আপনি আপনার কুরিয়ার ব্যবসা শুরু করতে পারেন। আর অনলাইনে জিনিস কেনার চাহিদা দিন দিন বেড়েই চলেছে তাই এই ব্যবসা করার মাধ্যমে আপনাদের অনেক সুবিধা হতে পারে।

ফ্রিল্যান্সিং : বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর কাজ একটি অন্যতম প্যাসিভ ইনকাম। বর্তমানে অনেক পুরুষ ও মহিলা এই কাজের মাধ্যমে পূর্ণ ক্যারিয়ার তৈরি করতে সক্ষম হয়েছে। আপনি যে কোনো একটি নির্দিষ্ট কাজের পাশাপাশি। এর জন্য আপনি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন।

উপরে বর্ণিত এই ব্যবসার আইডিয়া গুলো সম্পর্কে যে ধারণা দেওয়া হল, সেই ধারণা কাজে লাগিয়ে আপনি কম মূলধন দিয়েও একটি ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি ব্যবসার লাইনে প্রথম হন তাহলে কম মূলধন দিয়ে ছোট ব্যবসা শুরু করে আস্তে আস্তে বড় হওয়ার দিকে অগ্রসর হবার জন্য এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে।

 

আরও পড়ুন:- গরমে এসি চালু করবেন ? বিপদ এড়াতে অবশ্যই জেনে নিন এই জিনিস

আরও পড়ুন:- মারধর-বকাঝকা না করেও বাচ্চাদের বশে আনুন, বাবা মায়েদের জন্য ১০ টিপস

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন