কম বয়সে উচ্চ রক্তচাপ? জানেন কি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কম বয়সে উচ্চ রক্তচাপ? অনেকে ভাবেন অল্প বয়সে উচ্চ রক্তচাপ হতে পারে না। এটা বৃদ্ধদের রোগ। আসলে তা নয়। নানা কারণেই অল্প বয়সে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। ইদানীং অপেক্ষাকৃত কম বয়সে, ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যেই উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে। এ জন্য নানা বদ অভ্যাসও দায়ী।

অতি লবণযুক্ত ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, ওজন বৃদ্ধি ও কায়িক শ্রমের অভাব অল্পবয়সী মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। আবার বিভিন্ন ধরনের রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। সেটা শিশু-কিশোরদের মধ্যেও দেখা দিতে পারে।

কম বয়সে হঠাৎ রক্তচাপ বাড়তি পাওয়া গেলে কিছু বিষয় মাথায় আনা দরকার যথা —-

১. শরীরের প্রধান রক্তনালিতে সংকোচন বা কোনো সমস্যা, যা সাধারণত জন্মগত হয়ে থাকে।

২. হরমোনজনিত সমস্যা (যেমন-থাইরয়েড, অ্যাড্রিনাল বা পিটুইটারি গ্রন্থির সমস্যা)।

৩. মাদক সেবন।

৪. রক্তনালির প্রদাহ (ভাসকুলাইটিস) ইত্যাদি।

৫. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন।

৬. কিডনির রক্তনালির সমস্যা বা কিডনির টিউমার হলে রক্তচাপ অস্বাভাবিকভাবে বাড়তে পারে।

যেহেতু উচ্চ রক্তচাপের তেমন কোনো উপসর্গ নেই আর অল্প বয়সে কেউ নিয়মিত রক্তচাপ মাপে না।

অল্প বয়সে থাইরয়েডের সমস্যার সঙ্গে উচ্চ রক্তচাপ থাকা অস্বাভাবিক নয়।

Highlights

1. থাইরয়েডের সমস্যার সঙ্গে উচ্চ রক্তচাপ থাকা অস্বাভাবিক নয়|

2. উচ্চ রক্তচাপের তেমন কোনো উপসর্গ নেই আর অল্প বয়সে কেউ নিয়মিত রক্তচাপ মাপে না

3. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন

4. মাদক সেবন

# Health # Blood Pressure

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন