Bangla News Dunia, সমরেশ দাস :- করোনার ফলে লকডাউন আর তার ফলে সমস্ত ব্যবসা বন্ধ তার সাথে মোবাইল নম্বর পোর্টাবিলি (এমএনপি) একটি খুব সফল ব্যবসা যেটা নাকি একদম শেষ হয়ে গেছে ।
এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের সিইও মোহাম্মদ জুলফিকার বাংলাদেশ নিউজ বলেন,“স্বাভাবিক সময়ে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলে সর্বোচ্চ ৭ হাজার গ্রাহকও ছিল, কিন্তু বর্তমানে এ সংখ্যা ১০০ এর নিচে চলে এসেছে ।”
আরো পড়ুন :- সিডরের মতো শক্তি নিয়ে ধেয়ে আসছে আম্ফান , তাই চারিদিকে সতর্ক বার্তা
এই সেবা নিতে হলে গ্রাহক দেরকে অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে তবে এই সেবা নিতে হয় , কিন্তু লক ডাউনের ফলে প্রায় অপারেটর তাদের সেবা কেন্দ্র বন্ধ রাখে , পরে অবশ্য তা তারা খুলে দেয় কিন্তু তাতেও গ্রাহক সংখ্যা খুব একটা নেই বললেই চলে । তবে তারা চান সবাই সুস্থ থাকুক বাড়িতে থাকুক ।
অপারেটর রবি তাদের সারা দেশে ৭৬টি কাস্টমার কেয়ারে মধ্যে ৭৩টি এবং বাংলালিংক ৮৫টির মধ্যে ৭৫টি খোলা রেখেছে। তবে গ্রামীণফোন তাদের কতটি কাস্টমার কেয়ার খোলা রেখেছে, তা জানাতে পারেনি ।
আরো পড়ুনঃ :- বাংলাদেশে লুপ্তপ্রায় ডলফিন মেরে বিক্রি করছে সেখানকার পাচারকারীরা
শুরুতে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলাতে একজন গ্রাহককে ৫০ টাকা ফির সঙ্গে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স এবং ভ্যাটসহ মোট ১৫৮ টাকা দিতে হত । তবে সরকার পরে এ খরচ কমিয়ে ৫৮ টাকা নির্ধারিত করে । লাইসেন্স পাওয়া বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক এই সেবার জন্য ‘নম্বর পোর্টেবিলিটি ক্লিয়ারিং হাউজের’ কাজ করছে ।
Highlights
- করোনার ফলে লকডাউন আর তার ফলে সমস্ত ব্যবসা বন্ধ তার সাথে মোবাইল নম্বর পোর্টাবিলি (এমএনপি) একটি খুব সফল ব্যবসা যেটা নাকি একদম শেষ হয়ে গেছে
- স্বাভাবিক সময়ে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলে সর্বোচ্চ ৭ হাজার গ্রাহকও ছিল, কিন্তু বর্তমানে এ সংখ্যা ১০০ এর নিচে চলে এসেছে
- অপারেটর রবি তাদের সারা দেশে ৭৬টি কাস্টমার কেয়ারে মধ্যে ৭৩টি এবং বাংলালিংক ৮৫টির মধ্যে ৭৫টি খোলা রেখেছে