Bangla News Dunia , অজয় দাস :- ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কমতে শুরু করে। বর্তমানে প্রতিদিন ৫০ হাজারের কম মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কিন্তু তারই মধ্যে ভয় দেখাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। আর বিশেষজ্ঞদের মত এই তৃতীয় ঢেউ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক হতে পারে। এতে বাচ্চারা আক্রান্ত হতে পারে। প্রথম দুই ঢেউতে বাচ্চারা তেমন ভাবে আক্রান্ত হয়নি কিন্তু তৃতীয় ঢেউতে তারা আক্রান্ত হতে পারে। ইতি মধ্যেই মহারাষ্ট্রে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া গেছে।
আরো পড়ুন :- টিকা দান নিয়ে সুখবর বাংলায়
এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতরনাক। ডেল্টা ভেরিয়েন্টের থেকেও ডেল্টা প্লাস ভেরিয়েন্ট বেশি ক্ষতরনাক বলে মত বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ হার্ট সার্জন দেবী শেঠী জানালেন , দ্বিতীয় ঢেউয়ের থেকেও ৩০ শতাংশ বেশি ক্ষতরনাক হতে পারে তৃতীয় ঢেউ। তিনি বলেন , তৃতীয় ঢেউয়ের সঠিক সময় বোঝা না গেলেও সেপ্টম্বরের পর থেকে এর ধাক্কার জন্য প্রস্তুত থাকতে হবে।
আর এই ধাক্কার থেকে রক্ষা পেতে বেশি পরিমানে ICU বেড , অক্সিজেন বেড , পেডিয়াট্রিক বেডের প্রয়োজন পড়বে। অন্যদিকে , চিকিৎসকের সমস্যা মেটাতে নিট পি – জি পরীক্ষাও ১ মাসের মধ্যে করানোর পক্ষপাতী এই বিশিষ্ট হার্ট সার্জেন। মূলত , করোনার ফলে বহু ডাক্তারের মৃত্যু হয়েছে। তাই আরো ভালো পরিষেবা দিতে বেশি পরিমানে ডাক্তার প্রয়োজন।
আরো পড়ুন :- খুশির খবর , টিকাদানে রেকর্ড গড়লো ভারত !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- YOGA -র উৎপত্তি ভারতে নয় নেপালে হয়েছে , মন্তব্য কেপি শর্মা ওলির