করোনার পরে বিভিন্ন দেশের সাথে লড়তে নতুন যুদ্ধ কৌশল ব্যবহার করছে চীন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- WHO ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন এখন পর্যন্ত মেনে না নিলেও মানুষের বুঝতে বাকিনেই যে এই করোনা ভাইরাস চীনই সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগেই তার একটা রিপোর্ট এসেছিলো। এমনকি চীনের এক ভাইরাস বিশেষজ্ঞ এটা মেনে নিয়েছেন যে এই ভাইরাস চীনই সারা বিশ্বে ছড়িয়েছে।

এছাড়া বর্তমান চীনের অবস্থা দেখে ও তার প্রমান পাওয়া যায়। এখন পর্যন্ত সারা চিনে সবোর্চ ১ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সেখানে সমস্ত কিছু স্বাভাবিক ভাবেই চলছে। এখনো সারা বিশ্বের অনেক দেশে লক ডাউন চলছে। কিন্তু চীন সারা বিশ্বে এর সুযোগ নিয়ে তার পণ্য বিক্রি করছে।

আরো পড়ুন :- হিন্দু তরুণীকে গোমাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে !

এমন অবস্থায় চীন তার প্রতিবেশী দেশ গুলির সাথে তাদের দুর্বল করার জন্য আরো এক যুদ্ধ কৌশল অবলম্বন করেছে। এখন চীন তার প্রতিবেশী দেশ গুলির মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই দেশের সরকারকে বদনাম করার কাজ চালাচ্ছে। যাতে সরকার দুর্বল হয়ে পরে ও সরকার নিজের দেশেই নিজের রাজত্ব বাঁচাতে ব্যাস্ত হয়ে পরে। অপর  দিকে চীন তার বিস্তারবাদী নীতি চালিয়ে যেতে পারে।

চীন অনেক আগে থেকেই ভারতে এমনটা করে এসেছে সেটা রাজনেতা ও মিডিয়ার মাধ্যমে। সেখানে চীনের বিপুল পরিমান অর্থ ব্যায় করতে হয়। কিন্তু এবার চীন সোশ্যাল মিডিয়ার ভুয়ো একাউন্ট এর মাধ্যমে বিরোধী দেশের সরকারের আলোচনা করতে শুরু করেছে। ফলে চীনের যেই বিপুল পরিমান অর্থ ব্যায় হতো তা কমে গেছে।

property banner

ইদানিং কালে ভারতে ও তা লক্ষ করা গেছে কিন্তু ভারতের মধ্যে কেউ সেই ভাবে এর বিপক্ষে আওয়াজ তোলেনি। কিন্তু তাইওয়ানে চীন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভুয়ো একাউন্ট এর মাধ্যমে সেখানকার সরকারের বিরোধিতা করতে শুরু করে। তাইওয়ানের সরকার করোনা ভাইরাসের প্রথম ঢেউতে ভালো কাজ করে ও দ্বিতীয় ঢেউতে ও ভালো কাজ করে তবে দ্বিতীয় ঢেউ ভারতের মতোই একটু আলাদা ছিল তাই করোনা ছড়িয়ে পরে।

সেই সুযোগ নিয়ে চীন সেখানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যে রাষ্ট্রপতি নিজেই করোনা পজিটিভ রোগী কিন্তু দেশবাসীকে তা জানানো হচ্ছে না। কারণ দেশ বাশি রাষ্ট্রপতির উপর আঙ্গুল তুলবে। পরে এই খবর সরকারের কাছ পর্যন্ত পৌঁছোয়। সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ দেখতে পাওয়া যায়। তখন রাষ্ট্রপতি নিজে জানান যে তিনি করোনা নেগেটিভ ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ফেলানো হচ্ছে। তিনি আরো জানান এই সকল কাজ চীনের। চীন তাইওয়ানকে দুর্বল করতে এই প্রচার চালাচ্ছে।

আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- আমাদের চোখ রাঙালে গুড়িয়ে দেব ! মুসলিম বিশ্বকে হুশিয়ারি ইসরায়েলের

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন