Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার করোনা ভ্যাকসিন আবিষ্কার ভারতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীদের এখন একটাই পাখির চোখ। এদেশের বিজ্ঞানীরাও রাতদিন এক করে ভ্যাকসিন আবিষ্কারের কাজে মন দিয়েছেন। আর সে লক্ষ্যে দেখা মিলেছে আলোর রেখার। হায়দরাবাদের এক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের হাতে এল ছাড়পত্র।
ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে ভারতে মানব শরীরে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দফার হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল শুরু করার। পরীক্ষামূলক এই ভ্যাকসিন তৈরি হয়েছে ভারত বায়োটেকের Genome Velley-র বায়ো সেফটি লেভেল থ্রি হাই কনটেনমেন্ট ফেসিলিটিতে। ভারতে তৈরি এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে Covaxin। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি SARS-CoV-2-এর একটি স্ট্রেন আলাদা করে এই সংস্থার হাতে তুলে দেওয়ার পরই ভ্যাকসিন তৈরি হয়েছে। ২০২০ সালের জুলাই মাসে সারা দেশ জুড়ে শুরু হবে এই ক্লিনিকাল ট্রায়াল।
ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণা এল্লা জানিয়েছেন, আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে কোভিড ১৯-এর ভ্যাকসিন Covaxin। এই ভ্যাকসিন তৈরিতে আমরা পাশে পেয়েছিল আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজিকে। সিডিএসসিও-র প্রোঅ্যাক্টিভ সহযোগিত এবং গাইডেন্স এই প্রজেক্টকে অনুমোদন পেতে সাহায্য করেছে। এই কাজে অক্লান্ত পরিশ্রম করেছে সংস্থার R&D এবং ম্যানুফ্যাকচারিং টিম। সংস্থার তরফে যে মিডিয়া রিলিজ প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে এই গবেষণার ফল খুবই আশাপ্রদ।
সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা জানিয়েছেন, আমাদের গবেষণা এবং এপিডেমিকের পূর্বাভাস দেওয়ার ক্ষমতাই সাহায্য করেছে H1N1 প্যানডেমিকের ভ্যাকসিন তৈরি করতে। ভারত বায়োটিক বদ্ধপরিকর আগামীদিনে ভারতে ভ্যাকসিন তৈরির কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে যাতে ভবিষ্যতে যে কোনও রকম প্যানডেমিকের মুখোমুখি হওয়ার জন্যে তৈরি থাকে দেশ। এখনও পর্যন্ত এই সংস্থা পোলিও, র্যাবিস, রোটাভাইরা, জাপানি এনসেফালাইটিস, চিকুনগুনিয়া এবং জিকা-র ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছে।
Highlights
1. করোনার করোনা ভ্যাকসিন আবিষ্কার ভারতে
2. সংস্থার তরফে যে মিডিয়া রিলিজ প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে এই গবেষণার ফল খুবই আশাপ্রদ
#Corona #ভ্যাকসিন #ভারত বায়োটেক # Covaxin