করোনায় আক্রান্ত এই মার্কিন অভিনেতা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- করোনায়  আক্ৰান্ত  মার্কিন অভিনেতা শেন পেন । ৬০ বছর বয়সী এই অভিনেতার সম্প্রতি ধরা পড়েছে করোনা এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার আক্রান্ত হওয়ার খবরে আতংকিত সিনেমাপ্রেমীরা। তবে এখন অবস্থা তার  স্থিতিশীল বলে জানা গেছে।

আরো পড়ুন :-মারা গেলেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি গায়ক

সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে অনেক সেলিব্রিটি করোনায়  আক্রান্ত হয়েছেন। এই তালিকায় যুক্ত হলেন এই মার্কিন অভিনেতা ও পরিচালক ।  কিছুদিন আগে করোনায়  আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’ ও ‘পপাই’-এর পরিচালক জেইন ডিচ। এছাড়া অভিনেতা টিম ব্রুক টেলর, ‘জস’ খ্যাত অভিনেত্রী লি ফিয়েরো, মার্ক ব্লুম, এডি লার্জ, জুলি বেনেটের মতো অভিনেতা-অভিনেত্রীরা করোনার শিকার হয়েছেন।

 CORE (Community Organised Relief Effort)
         শেন পেনের স্বেচ্ছাসেবী সংস্থা CORE (Community Organised Relief Effort)

শেন পেন  স্বেচ্ছাসেবী সংস্থা CORE (Community Organised Relief Effort) এর উদ্যোগে  বর্তমানে বিনামূল্যে করোনা পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেখানে নিজের পরীক্ষা করলে তার দেহে  এই মরণ ভাইরাসের সন্ধান মেলে। ২০১০ সালে হাইতিতে ভূমিকম্পের সময় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি তৈরী হয়। এই ভূমিকম্পের সময় অর্থসাহায্য করেছিল এই সংস্থা। বর্তমানের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সংস্থাটি।   লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটিকে  এই  সংস্থাটি করোনা মোকাবিলায়  সবরকমের সহযোগিতা করছে। সংবাদ মাধ্যম, দমকল এবং মেয়রের সাথে মিলিত হয়ে সংস্থাটি  বর্তমানে লস অ্যাঞ্জেলসের মানুষের লালারস সংগ্রহ করে তার পরীক্ষা করছে। মানুষকে সাহায্য করা এবং তাদের জীবনকে  বাঁচানোর মন্ত্র নিয়েই কাজ করে চলেছে শেন পেনের  এই সংস্থাটি।

 আরো পড়ুন :- জোড়া লাগছে ইমরান খানের সংসার

প্রসঙ্গত দর্শকদের কাছে তিনি তার  অভিনয় দক্ষতার জন্য যথেষ্ট  খ্যাতি লাভ করেছেন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব-সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অভিনেতা শেন পেন ‘ইনটু দ্য ওয়াইল্ড’,  ‘আই অ্যাম স্যাম’, ‘গানম্যান’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০০৩ সালে ক্লিন্ট ইস্টউড পরিচালিত মিস্টিক রিভার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার লাভ করেন। ২০০৮ সালে মিল্ক চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবার সেরা অভিনেতা হিসেবে অস্কার লাভ করেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন