Bangla News Dunia, সমরেশ দাস : – একমাত্র আল্লাহ-ই পারেন এই অতি মহামারী থেকে উদ্ধার করতে । আল্লাহও ছাড়া কারো বাঁচার রাস্তা নেই । এমনটাই মনে করছেন পাকিস্তানের একটা বোরো অংশের মানুষ ও সেখানকার ধর্মীয় নেতা ।
এখনো পর্যন্ত এই দেশে মারা গিয়েছেন ১৩৪ জন , আর আক্রান্ত হয়েছেন আজপর্যন্ত ৭ হাজারের বেশি । সরকার থেকে দেশে ইতিমধ্যে ১৪৪ ধারা , রাস্তায় রাস্তায় পুলিশ টহল । কিন্তু কে কার কথা শোনে , সরকারি সমস্ত নিষেধাক্কা উড়িয়ে দিয়ে রাস্তায় যত তত্র মানুষ ঘুরে বেড়াচ্ছে । তারা উল্টে পুলিশ কে আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না ।
আরো পড়ুন :- আগামী ২ সপ্তাহে করণামুক্ত করার জন্য বন্ধ করাহলো কোলকাতার কিছু এলাকা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর মধ্যে আর্থিক সাহায্য চেয়েছেন বিশ্বর কাছে । শেষ সপ্তাহে করাচিতে দু দুবার পুলিশের উপরে হামলা চালানো হয়েছে , কারণ তারা জমায়েত করে নামাজ পড়াতে বাধা দেন । তাদের জিজ্জেস করা হলে জানা যায় এই রোগের থেকে একমাত্র আল্লাহই পারেন সারা বিশ্ব কে বাঁচাতে । তাই সবার উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রাথনা করা ও তার আশীর্বাদ নেয়া । তিনি একমাত্র আছেন যে এই দুঃসময় থেকে রক্ষা করবেন ।
আরো পড়ুন :- টেকের জগতে গুগলের স্মার্ট ডেবিট কার্ড
সেখানকার ধর্মীয় নেতারা কিছুতেই কোনো কথা শুনতে চাইছেন না । প্রায় ৬০ জন ধর্মীয় নেতা একসাথে প্রতিবাদ করে বলেছেন যে এই কঠিন সময় সবাই মাইল নামাজ পড়তেই হবে । তাই এতো প্রচেষ্টা করেও পাক পুলিশ কিছুতেই দলবেঁধে নামাজ পড়াকে বন্ধ করতে পারছেন না । পাকিস্তান খুব ভয়ের আশঙ্কা করছে এই নামাজ পড়ার পেছনে ।