Bangla News Dunia, সারদা দে :- সম্প্রতি মাইক্রোসফ্ট করোনা ভ্যাকসিন নিয়ে চাঞ্চল্যকর দাবি জানিয়েছে। তাদের মতে উত্তর কোরিয়া এবং রাশিয়ার হ্যাকাররা শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং করোনা ভ্যাকসিন গবেষকদের মূল্যবান তথ্য চুরি করছে।
শুক্রবার একটি ব্লগ পোস্টে মাইক্রোসফ্ট জানিয়েছে যে বেশ কিছু তথ্য থেকে তারা এই কথা জানতে পেরেছে। তবে সব ক্ষেত্রেই যে হ্যাকাররা তথ্য চুরি করতে সমর্থ হয়নি বলে তাদের ধারণা। এই বিষয়ে অবশ্য তারা সঠিক কোনো প্রমান সামনে উপস্থাপিত করতে পারেনি। এর আগে জুলাইতে মার্কিন সরকার এক ফৌজদারি মামলায় অভিযোগ করেছিল যে চীন রাষ্ট্র সমর্থিত হ্যাকাররাও ভ্যাকসিন প্রস্তুতকারীদের নিজেদের লক্ষ্য বানাচ্ছে। মাইক্রোসফ্টের মতে কানাডা, ফ্রান্স, ভারত, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত সংস্থাগুলিকেই হ্যাকাররা তাদের টার্গেট বানাচ্ছে।
ব্রিটিশ সাইবার সিকিউরিটির এজেন্টরা জুলাই মাসে জানিয়েছিলেন যে রাশিয়া সমর্থিত এমনি একটা হ্যাকার দলের খোঁজ তারা পেয়েছিলেন।এই গ্রূপটি ফ্যান্সি বিয়ার হিসেবে পরিচিত। এছাড়া যে আরো দুটো দলের তারা খোঁজ পেয়েছিলেন তাদের মধ্যে একটি হলো উত্তর কোরিয়ার লাজারাস গ্রুপ। অন্য দলটিকে মাইক্রোসফ্ট সেরিয়াম নাম চিহ্নিত করেছে।
এই হ্যাকাররা বেশিরভাগ কোম্পানির লগইন ক্রেডেন্সিয়ালস চুরি করার চেষ্টা করে। মাইক্রোসফ্ট জানিয়েছে যে যেসব হ্যাকার দলের তারা সন্ধান পেয়েছেন , তাদের মধ্যে উত্তর কোরিয়ার লাজারাস গ্রুপটি জবের অফার করে। এই ফাঁদে যারা পড়েছে তাদের এইসব হ্যাকারদের শিকার হতে হয়েছে। অন্যদিকে সেরিয়াম নামের গ্রুপটি ফিসিং ইমেইলের মাধ্যমে হ্যাকিং করে। তাদের পাঠানো ইমেলে কেউ ক্লিক করলেই সে ব্যক্তি প্রতিষ্ঠানের অনেক গোপন তথ্য হ্যাকারদের কাছে চলে আসে।
আরো পড়ুন :- প্লে-স্টোর থেকে ৩৬টি অ্যাপ সরাল গুগল ! দেখুন একনজরে
মাইক্রোসফ্টের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ একটি আন্তর্জাতিক ফোরামে ব্লগ পোস্ট করে সাইবার হানা থেকে সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার কোভিড ভ্যাকসিন নিয়ে জানিয়েছে যে ভ্যাকসিনগুলির পরীক্ষার ফলাফল ইতিবাচক। এটি করোনা মোকাবিলায় ৯০ শতাংশ কার্যকরী। অন্যদিকে এই খবরের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন।
Highlights
১. করোনা ভ্যাকসিন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছে মাইক্রোসফ্ট।
২. চীন এবং রাশিয়ার কিছু হ্যাকাররা করোনা ভ্যাকসিনের গুরুত্বপূর্ন তথ্য চুরি করার চেষ্টা করছে।
৩. মাইক্রোসফট ইতিমধ্যে দুটো হ্যাকার দলকে চিহ্নিত করতে সমর্থ হয়েছে।
#microsoft | #corona vaccine | #hacker