Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- বিবাহিত সম্পর্ক অটুট এবং মধুর রাখতে আমরা সকলেই মনে প্রাণে চেষ্টা করে থাকি। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ঝঞ্ঝাট এসেই যায় এবং দিনের পর দিন সেই ঝঞ্ঝাট আরো বৃদ্ধি পেতে থাকে। এই সব ঝঞ্ঝাট গ্রহের কারণেও হয় আবার বিয়ের সময় ছোটখাটো কিছু ভুলভ্রান্তির জন্য থাকে। এই সব সমস্যার সমাধান করতে জ্যোতিষ শাস্ত্র মতে কিছু নিয়ম পালন করতে পারেন। চলুন নিয়ম গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
১. যেই সকল নারীর স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল নয় তাঁরা যদি বেল ফুল দিয়ে প্রতি দিন শিবের পুজো করেন তা হলে ভাল ফল পান।
২. যে সব জাতক – জাতিকার সব যোগ্যতা থাকা সত্ত্বেও স্ত্রীর বা স্বামী সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, তাঁরা যখন দেখবেন প্রচণ্ড রোদ উঠেছে অথচ বৃষ্টি হচ্ছে, সেই সময়ে নতুন কাঁসার থালায় রোদ থাকা কালীন বৃষ্টি ধরে নিয়ে পান করুন , সমস্যা কিছুটা হলেও কমবে।
৩. স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্যবহার করা তেল, সাবান বা পাউডারের মধ্যে মালতি ফুলের রস মিশিয়ে দিয়ে ব্যবহার করলে স্বামী-স্ত্রীর কোনও দিন বিচ্ছেদ হয় না। মালতি ফুল না চিনলে গুগলে সার্চ করলে দেখতে পাবেন।
৪. বিয়ের সময়ে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, যে পাত্রীকে দান করা হবে তার মুখ যেন উত্তর দিকে থাকে। এতে দাম্পত্য জীবন সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে।
আরো পড়ুন :- ব্যাবসায় কি মন্দা ? উন্নতির জন্য এই খুব সহজ টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক