করোনা ভ্যাকসিনে ফার্স্ট বয় হতে চলেছে রাশিয়া , আসছে সুসংবাদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা ভ্যাকসিনে ফার্স্ট বয় হতে চলেছে রাশিয়া। কে আগে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন বাজারে আনবে, তা নিয়েই চলছে অলিখিত প্রতিযোগিতা। এরই মধ্যে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিদনেভ দাবি করেছেন, আগামী ১২ আগস্ট তাঁরা নিজেদের প্রথম করোনা ভ্যাকসিনটির নিবন্ধন করতে চলেছেন। এই ভ্যাকসিনটি যৌথ ভাবে তৈরি করছে গামালেই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডিমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিও এবং রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রক। রাশিয়ার সেনাবাহিনী এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যেই শুরু করেছে।

vaccine

গত শুক্রবার গ্রিদনেভ সাংবাদিকদের সামনে বলেন, গামালেই সেন্টারের তৈরি ভ্যাকসিনটি আগামী ১২ আগস্ট রেজিস্টার হতে চলেছে। ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ বর্তমানে তৃতীয় তথা শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যে, এই ভ্যাকসিনটি নিরাপদ হওয়া উচিত। এটির মাধ্যমে চিকিৎসাকর্মী এবং প্রবীণ নাগরিকদের প্রথম টিকাকরণ করা হবে। মন্ত্রীর মতে, একটা বড়ো অংশের জনসংখ্যার প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার পরে ভ্যাকসিনের কার্যকারিতা বিচার করা হবে।

গত ১৮ জুন এই ভ্যাকসিনটির ক্লিনিক্য়াল ট্রায়াল শুরু হয়। ৩৮ জন স্বেচ্ছাসেবকের শরীরে এটি প্রয়োগ করা হয়। প্রত্যেকের শরীরেই অনাক্রম্যতার বিকাশ হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া প্রথম দলটিকে গত ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে গত ২০ জুলাই ছেড়ে দেওয়া হয়। তার পর থেকেই তাঁদের উপর পর্যবেক্ষণ চলছে। গামালেই-এর পাশাপাশি রাশিয়ার সেচনেভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও গত জুলাই মাসে দাবি করেন, মানবদেহে করোনার টিকা প্রয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে তাঁরা। এই ভ্যাকসিনগুলিই আপাতত প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।

Highlights

1. করোনা ভ্যাকসিনে ফার্স্ট বয় হতে চলেছে রাশিয়া

2. মানবদেহে করোনার টিকা প্রয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে তাঁরা

#Vaccine #Russia

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন