করোনা মোকাবিলায় ‘আয়ুষ সঞ্জীবনী ‘, হায়দ্রাবাদে কম দামে টেস্ট কিট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করোনা প্রতিরোধে শিক্ষক ও ছাত্র -ছাত্রীদের ‘আয়ুষ সঞ্জীবনী ‘ এপ ব্যবহার কথা বললো। এই এপ যেন সবাই ব্যবহার করে তার জন্য ইউজিসির (UGC) -র সচিব দেশের সবকটি বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখেছে। তাতে বলা হয়েছে – আয়ুষ মন্ত্রক জানতে চায় যে ,আয়ুষ বিভাগের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে চিকিৎসা পদ্ধতিগুলি আছে সেগুলো কতটা কার্যকরী হচ্ছে সেটা জানার জন্যই এই এপের ব্যবহার।

 

App

বলা হয়েছে যে -বিশ্ববিদ্যালয় গুলো এবং তাদের আন্ডারে যে কলেজগুলো আছে সেইসব কলেজ শিক্ষক ও ছাত্র -ছাত্রীদের এই এপ ব্যবহার করতে হবে। কিন্তু চিকিৎসকরা মনে করছেন যে – বিজ্ঞান সম্মতভাবে আয়ুষ ব্যবহার করে উপকার হচ্ছে ইটা প্রমান হলে তবেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত।  আয়ুষ মন্ত্রকের সুপারিশে সাধারণ মানুষ কিভাবে কতটা উপকার পাচ্ছে তা জানার জন্যই এই মোবাইল এপ।

 

 

corona test

হায়দ্রাবাদের আইআইটি -র গবেষকরা করোনা পরীক্ষা করতে ১ টি টেস্ট কিট তৈরী করেছেন যাতে মাত্র ২০ মিনিটের মধ্যেই রিপোর্ট জানা যাবে। এই টেস্ট কিটের ১ টার দাম ৫৫০ টাকা ,কিন্তু যখন একসঙ্গে অনেক গুলো তৈরী করা হবে তখন দাম পর্বে ৩৫০ টাকা। এই টেস্ট কিট সহজেই বহনযোগ্য। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে স্পেনকে ছাড়িয়ে ৫ নম্বরে ভারত। আইআইটি হায়দ্রাবাদ দেশের ২ য় প্রতিষ্ঠান হিসেবে কোভিদ  টেস্ট কিট আবিষ্কার করলো।

Highlights

১.  UGC আয়ুষ সঞ্জীবনী ‘  এপ ব্যবহারের কথা বলছে। 

২.  আয়ুষ মন্ত্রকের সুপারিশে সাধারণ মানুষ কিভাবে কতটা উপকার পাচ্ছে তা জানার জন্যই এই মোবাইল এপ। 

৩.  হায়দ্রাবাদ আইআইটি কম দামে কোভিদ ১৯ টেস্ট কিট  আবিষ্কার করলো। 

UGC  #  আয়ুষ সঞ্জীবনী ‘ এপ   #  করোনা   #  টেস্ট কিট 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন