করোনা মোকাবিলায় মোদীর প্রশংসা IMF-র ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা মোকাবিলায় মোদীর প্রশংসা IMF-র ! করোনা মোকাবিলা ও আত্মনির্ভরতা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা IMF বা ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের। তারা জানিয়েছে এই জটিল পরিস্থিতিতে ভারতে সুষ্ঠু ভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করেছে মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার। তারা জানাচ্ছে কারণ দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা কালে আত্মনির্ভর ভারতের প্রকল্প সফলতা লাভ করেছে। IMF বিবৃতিতে জানাচ্ছে করোনা পরিস্থিতির মোকাবিলায় দারুন ভাবে সাহায্য করেছে আত্মনির্ভর ভারত প্রকল্প।

৫ই এপ্রিলের জন্য প্রধানমন্ত্রীর বার্তা

IMF-র কমিউনিকেশন ডিপার্টমেন্ট ডিরেক্টর গ্যারি রাইস এক বিবৃতিতে বলেছেন আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে যে পথে ভারত হাঁটছে  তা খুবই প্রশংসার যোগ্য। করোনা মহামারী সংক্রমণের জন্য যে আর্থিক বিপুল ধাক্কা লাগত ভারতে তারা কৌশলে অনেকটাই সামলানো নিয়েছে। তারা একটাই কারণ হলো আত্মনির্ভর ভারত প্রকল্প। এই অবস্থায় বিশ্ব অর্থনীতিতে ভারত নানা বিষয়ে বড় ভূমিকা পালন করছে। প্রতিবেশি দেশগুলির সাথে তাদের সুসম্পর্ক ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নানা আন্তর্জাতিক সংস্থাকে দেশের এনে তাদের সহজে বাণিজ্যের সুযোগ করে দেওয়ার মতো নানান পদক্ষেপ ভারতকে বিশ্ব অর্থনীতির ভালো জায়গায় দাঁড় করিয়েছে।

আরো পড়ুন :রাজ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বড় খবর ! বিস্তারিত পড়ুন

আত্মনির্ভরতার বড়ো উদাহরণ বর্তমানে দেশে বিপুল হারে পিপিই কিট ও এন ৯৫ মাস্ক তৈরি হচ্ছে যা রেকর্ড ভাঙছে। এক সময়ে তৈরির পরিমাণ ছিল অত্যন্ত নগণ্য। গ্যারি রাইস বিবৃতিতে আরো বলেন, সারা বিশ্ব মনে করে সমগ্র মানবজাতির উন্নয়নে ভারতের প্রচুর অবদান থাকবে।

Highlights

1. করোনা মোকাবিলায় মোদীর প্রশংসা IMF-র !

2. মানবজাতির উন্নয়নে ভারতের প্রচুর অবদান থাকবে

#UN #IMF #MODI #INDIA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন