Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কর্মক্ষেত্রে করোনা থেকে বাঁচবেন কিভাবে ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে প্রতিনিয়তই সর্তকতা জারি করা হচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের সহায়তায় স্কুল, কলেজ, অফিস, এয়ারপোর্ট ইত্যাদি জায়গায় সকল মানুষকেই সচেতন করে তোলা হচ্ছে। তবে শুধু সরকার বা স্বাস্থ্য দপ্তরই নয়, সুস্থ থাকতে ও রোগটিকে প্রতিরোধ করতে গুরুদায়িত্ব পালন করতে হবে আমাদেরও।
তবে চলুন আজ দেখে নেওয়া যাক স্কুল-কলেজ জনবহুল এলাকা ছাড়াও কীভাবে আপনার অফিসে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যায় তার কিছু উপায়।
কর্মক্ষেত্রে সংক্রমণ আটকানোর সেই কৌশলগুলি –
১. করোনা ভাইরাস প্রতিরোধে নিজের নিরাপত্তার স্বার্থে অফিসে যাওয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব বা সোপ ডিসপেনসার কাছে রাখুন।
২. অফিসে করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষা প্রদান করুন বা রোগটি সম্পর্কে বোঝান।
৩. কারোর যদি জ্বর হয় তবে সেই ব্যাক্তি যেন কিছুদিন অফিস যাওয়া বন্ধ রাখেন।
৪. করোনার সামান্যতম লক্ষণ দেখা দিলে ঘরে থাকতে বলুন এবং ঘরে থেকেই অফিসের কাজ করার পরামর্শ দিন।
৫. অফিসে থাকাকালীন মাস্ক ব্যবহার করুন। মাস্কটি মুখ থেকে খুলে নিজের ডেস্কে বা অন্যের ডেস্কে রাখবেন না।
৬. কর্তৃপক্ষকে বলুন অফিসের কিচেন, লিফটের সুইচ, দরজার হাতল, রেস্ট রুম ইত্যাদি জায়গাগুলি জীবাণুনাশক ফিনাইল দিয়ে পরিষ্কার করতে।
৭. অফিসে ঢুকে কাজ করার আগে নিজের ডেস্ক, কম্পিউটার, মাউস, কিবোর্ড ও টেলিফোন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করিয়ে নিন।
৮. অফিসের ভেতরে থাকা ডাস্টবিনটি অফিসের বাইরে রাখুন।
৯. প্রত্যেক কর্মচারীদের ডিসপোজেবল ওয়াইপস্ সরবরাহ করা উচিত, যাতে অফিসের প্রতিটি গেজেট ব্যবহারের আগে ধুলোগুলি মুছে ফেলতে পারেন।
১০. সতর্ক থাকুন । অহেতুক আতঙ্ক ছড়াবেন না।
Highlights
1. কর্মক্ষেত্রে করোনা থেকে বাঁচবেন কিভাবে ?
2. সতর্ক থাকুন । অহেতুক আতঙ্ক ছড়াবেন না।
# Corona # Health