Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতায় বসে আমেরিকা থেকে অস্ট্রেলিয়াবাসীকে ফোন করে জালিয়াতি ৷ কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ৷ তদন্তে নেমে সাফল্য পেল লালবাজার ৷ দুটি ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস হওয়ার পাশাপাশি গ্রেফতার 16 জন ৷ ঘটনাস্থল থেকে একাধিক ফোন, ল্যাপটপ এবং অন্যান্য হার্ডওয়্যার বাজেয়াপ্ত করা হয়েছে ।
এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “শহরে বেআইনি কল সেন্টারগুলির হদিশ পাওয়ার জন্য আমরা সব সময় তৎপর থাকি । এর আগেও একাধিক কল সেন্টারে হদিশ পাওয়া গিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে এবারও এই দুটি কল সেন্টার বাজেয়াপ্ত করি এবং 16 জনকে গ্রেফতার করি ৷”
আরও পড়ুন:- হৃদরোগের ঝুঁকি কমাতে ও হার্ট সুস্থ রাখবেন কিভাবে ? জেনে নিন সেরা পাঁচটি উপায়।
ধৃতদের কাছ থেকে একাধিক ল্যাপটপ ও ফোন উদ্ধার (ছবি সূত্র -পুলিশ)
প্রসঙ্গত, নগরপাল হিসেবে দায়িত্বে নেওয়ার পর মনোজ কুমার ভার্মা বলেছিলেন, কলকাতায় অন্যতম চ্যালেঞ্জ বেআইনি কল সেন্টারগুলির হদিশ পাওয়া । কারণ এই বেআইনি কল সেন্টারগুলির হাত ধরেই কোটি কোটি টাকার প্রতারণা চলছে গোটা দেশ জুড়ে । ফলে কলকাতার নগরপাল প্রত্যেক থানার অফিসার ইনচার্জ এবং গোয়েন্দা বিভাগকে শহরের আনাচে-কানাচে গজিয়ে ওঠা কল সেন্টারগুলিকে চিহ্নিত করা এবং অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেন । আর তাঁর কথা মতো লাগাতার অভিযানে এবার শহরের বিভিন্ন জায়গায় গোপন তল্লাশি চালিয়ে দুটি কল সেন্টারের হদিশ মিলল ৷
লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ চলতি সপ্তাহে লেক থানা এলাকার সেলিমপুরে এবং বেহালা থানা এলাকার রায়বাহাদুর রোডে অবস্থিত দুটি বেআইনি কল সেন্টার পরিচালনার চক্রের পর্দা ফাঁস করেছে । এই বেআইনি দুটি কল সেন্টারের সঙ্গে যুক্ত থাকা সন্দেহে মোট 16 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তাঁরা মূলত অস্ট্রেলিয়া এবং আমেরিকার নাগরিকদের লক্ষ্য করে টেক সাপোর্টের নামে প্রতারণা করতেন বলে জানা গিয়েছে ।
মূলত, ধৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে । তাতে বিদেশিদের নাম ও ফোন নাম্বার রয়েছে ৷ সেগুলি জোগাড় করে তাদেরকে ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছিল । এরপরেই তদন্তে নামে পুলিশ ৷ তবে এই সমস্ত বেআইনি কল সেন্টারগুলি থেকে উপার্জিত কোটি কোটি টাকা কোন খাতে খরচ হয়, সেই বিষয়টি খুঁজে বের চেষ্টা করছেন তদন্তকারীরা ।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ১০,০০০ এর বেশি রেশন ডিলার নিয়োগ ! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানুন