কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা? পদে পদে সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভূমিকম্প (Earthquake) কথাটির সঙ্গে প্রায় সকল মানুষই পরিচিত আছে, এইটি এক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম ও সব চেয়ে বেশি বিপদ জনক। প্রত্যেক মানুষই চায় পৃথিবীতে (Earth) সৌন্দর্য বজায় থাকুক, কিন্তু কোন না কোন কারণের জন্য যখন প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ ধরে তখন সকল মানুষদের সমস্যা হয় এবং বিগত কিছু বছরে এই মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

কলকাতা কি বড় ভূমিকম্পের অপেক্ষায়?

এই নিয়ে ভয় বিশেষ করে তৈরি হয়েছে বিগত দিনে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে তীব্র ভূমিকম্প আসার পর থেকে, রিখটার স্কেলে এর তীব্রতা ৭.৭ এ পৌঁছিয়েছিল। এরই সঙ্গে বিগত ১১ দিনে ১০০ বারের কাছাকাছি আফটার শক লক্ষ্য করা হয়েছে সেই দেশে এবং এখন পর্যন্ত পুরোপুরি সমস্যার সমাধান হয়নি বলছেন অনেক ভু-বিশেষজ্ঞরা।

ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা

আর এর পর থেকে ভারতের বিভিন্ন বড় বড় শহরে যেই পরিমাণে লম্বা লম্বা অট্টালিকা তৈরি হচ্ছে সেই কারণের জন্য অনেকেই প্রশ্ন তুলছেন যে এবারে কি আমাদের পালা? এর মধ্যে কলকাতাও বাদ নেই। আর এই নিয়ে বিজ্ঞানীরা অনেক বড় সম্ভাবনা দিয়েছেন এবং সাবধানে থাকার নিদানও দিয়েছেন। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

কলকাতার নিচে লুকিয়ে বিপদ?

কিছু কিছু ভু-বিজ্ঞানীদের মত অনুসারে কলকাতার সুদূর উত্তরে হিমালয় পর্বত বা তার পার্শ্ববর্তী অঞ্চল কেপে উঠতে চলেছে এবং আর তারই সঙ্গে কলকাতাও নড়ে বসতে পারে সেই সম্ভাবনা এক দমই ফেলে দেওয়া যাচ্ছে না। মুলত উত্তরবঙ্গ, সিকিম, নেপাল, ভূটান এই সকল স্থানে ভূমিকম্প হলে পশ্চিমবঙ্গের রাজধানী তথা পূর্ব ভারতের সব থেকে বড় শহর অবশ্যই প্রভাবিত হবে।

কিন্তু মায়ানমার (Myanmar) মত এখানে ৭.৭ বা ৮ মাত্রার কম্পন না হলেও ২ – ৫ মাত্রার কম্পন হওয়া খুব একটা আশ্চর্যজনক ব্যাপার নেই। ২০১৫ সালে IIT Kharagpur এর তরফে এক স্টাডি করে জানানো হয় যে ঝুঁকি পর্যালোচনা করার জন্য চার ভাগে বা জোনে শহরকে ভাগ করা হয়েছে। ২, ৩, ৪, ৫ আর এর মধ্যে ২ সবথেকে কম এবং ৫ সব থেকে বেশি ক্ষতির সম্ভাবনা রাখে।

আর জেনে রাখা ভালো যে এই শহর মুলত ৩ – ৪ এর জোনে রয়েছে। কিন্তু এই তীব্রতায় কম্পন হলে কি সকল কিছু শেষ হয়ে যাবে? এমনটা নয় কারণ এই প্রতিরোধ করার জন্য Arcitect দের বিল্ডিং প্ল্যান করার আগে কিছু না কিছু নিয়ম মেনে চলা উচিত নইলে এই সমস্যা থাকতে পারে অবশ্যই এবং যেখানে বাড়ি বা বিল্ডিঙের মধ্যে কোন ফাঁকা জায়গা নেই সেইখানেও ক্ষতির সম্ভাবনা বেশি থাকে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন