Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বকেয়া করদাতাদের সুদিন শেষ । আর পাবেন না একলপ্তে করের সুদ ও জরিমানার উপরে বড় অঙ্কের ছাড় । 1 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে কলকাতা পুরনিগমে চালু হয়ে গেল নতুন ওয়েভার স্কিম । যত বেশি দিন ধরে বকেয়া কর, তত কম ছাড় মিলবে এবার থেকে ।
দীর্ঘদিন ধরে সম্পত্তি কর বকেয়া রেখে দেন অনেকেই । সেই করের উপর সুদ ও জরিমানা যে পরিমাণ দাঁড়ায় এত দিন তাঁর উপর মোটা অঙ্কের ছাড় মিলত । দীর্ঘদিন যাবত বকেয়া এক সঙ্গে মেটালে সুদের উপর 50 শতাংশ ও জরিমানার উপর 99 শতাংশ ছাড় মিলত । এবার সেই সুদিনে ইতি । বছর খানেক আগে থেকেই নতুন স্কিম তৈরি হয় গিয়েছিল । মেয়র পারিষদ বৈঠক থেকে অনুমোদনের পর মাসিক অধিবেশনেও পাশ হয়েছিল । 2025-2026 অর্থবর্ষ মঙ্গলবার থেকে কার্যকর হল এই নতুন ওয়েভার স্কিম ।
কলকাতা পুরনিগম সূত্রে খবর, 1 এপ্রিল থেকে কলকাতা পুরনিগমে যে স্কিম চালু হয়েছে, সেটায় বেশি সময় ধরে বকেয়া রাখলে ছাড় মিলবে কম । দ্রুত বকেয়া মেটালে ছাড় মিলবে বেশি । নতুন স্কিমে বলা হচ্ছে, দু’বছর পর্যন্ত সম্পত্তি কর বকেয়া থাকলে সুদের উপর 50 শতাংশ ও জরিমানার উপর 99 শতাংশ ছাড় মিলবে ।
দু’বছরের বেশি পাঁচ বছরের কম সময়ে পর্যন্ত সম্পত্তি কর বকেয়া থাকলে সুদের উপর 45 শতাংশ, জরিমানার উপর 75 শতাংশ ছাড় মিলবে । 5 বছর বেশি 10 বছরের কম বকেয়া সম্পত্তি কর মেটালে সুদের উপর 35 শতাংশ, আর জরিমানার উপর 50 শতাংশ ছাড় মিলবে । 10 বছরের বেশি সময় ধরে বকেয়া থাকা সম্পত্তি কর মেটালে সুদের উপর 30 শতাংশ, জরিমানা উপর 25 শতাংশ ছাড় মিলবে ।
কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, “এদিন থেকে যে নিয়ম চালু হল তাতে আশা রাখছি সম্পত্তি কর বকেয়া রাখার পরিমাণ কমবে । বেশি ছাড় পেতে চাইলে বেশি সময় ধরে বকেয়া রাখা যাবে না । যেমন বকেয়া রাখার প্রবণতা কমবে, তেমন সম্পত্তি কর আদায়ের পরিমাণ বাড়বে বলে আশাবাদী আমরা ।”
কলকাতায় সম্পত্তি কর আদায় ক্ষেত্রে 2024-2025 আর্থিক বর্ষে শাখাগুলি ভালো কাজ করেছে । সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের আধিকারিক কর্মীদের লাগাতার চেষ্টায় কর আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 1300 কোটি টাকা । নর্থ সেকশনে 2023-2024 বর্ষে আয় ছিল 275 কোটি টাকা । সেটা সদ্য শেষ হওয়া অর্থবর্ষ 2024-2025 বেড়ে হয়েছে 305 কোটি টাকা । সাউথ সেকশনে 525 কোটি টাকা থেকে বেড়ে সদ্য সমাপ্ত অর্থবর্ষে 527 কোটি টাকা রোজগার করেছে । চলতি বছর এই সমস্ত রেকর্ড ভেঙেই এগিয়ে যাবে সম্পত্তি কর আদায় বলে আশাবাদী কর্তৃপক্ষ ।
আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন