কলকাতার পর এবার এই শহরে সাইনবোর্ড থেকে হোর্ডিং সব বাংলায় লেখা বাধ্যতামূলক,

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা পুরনিগমের পথে হেঁটে এবার শিলিগুড়িতে সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক । শিলিগুড়ি পুরনিগমের অধীন সমস্ত মালিকানাধীন, ব্যবসায়িক ও বেসরকারি প্রতিষ্ঠানকে এখন থেকে বাংলায় সাইনবোর্ড লিখতে হবে । শিলিগুড়ি পুরনিগমের তরফে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে । আর পুরনিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরবাসী থেকে সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো ।

ওই নির্দেশিকায় সমস্ত বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, দোকান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, বিপণন কেন্দ্র, শপিং মল, অফিস, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোকে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে । বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের আগেই সেই সিদ্ধান্ত চালু করার নির্দেশ দেওয়া হয়েছে পুরনিগমের তরফে ৷

এমনকি ওই বিষয়ে পুরনিগম নজরদারিও চালাবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব । মূলত চলতি বছরের 21 ফেব্রুয়ারি মেয়র পারিষদের বৈঠকে বিষয়টি নিয়ে প্রস্তাব ওঠে ও আলোচনা হয় । এরপর 5 মার্চ বোর্ড অফ কাউন্সিলারের বৈঠকে বিষয়টি পাশ করা হয় । যেখানে শহরের সাইনবোর্ড, হোর্ডিং ও সাইনেজ বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে । ইতিমধ্যে পুরনিগমের সমস্ত কার্যালয় ও শাখা কার্যালয়, বরো অফিসগুলোর সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখা হয়েছে । নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত সাইনবোর্ড, হোর্ডিং কিংবা সাইনেজে অন্য যে কোনও ভাষায় থাকতে পারে, তবে প্রথমে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক ।

 

এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “অনেকদিন ধরেই আমাদের এটা নিয়ে আলোচনা চলছিল । আমরা এটাকে বাস্তবায়িত করতে চাইছিলাম । আমরা বাংলায় থাকি । বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে । বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে । উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি । তাই বাংলা ভাষার প্রসার ঘটাতে এই পদক্ষেপ । অন্যান্য ভাষা চলুক । কিন্তু বাংলা বাধ্যতামূলক করেছি ।”

Siliguri Municipal Corporation

শিলিগুড়ি পুরনিগমের নির্দেশিকা

 

এই বিষয়ে বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম বলেন, “পুরনিগমের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য পুরনিগম যথাযথ পদক্ষেপ করবে বলে আশা করি । পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সবাই চাই সব জায়গায় বাংলার ব্যবহার হোক । আমি একবার বোর্ডে থাকাকালীন উদ্যোগ গ্রহণ করেছিলাম । কিন্তু 2009 সালে বোর্ড পরিবর্তন হওয়ায় তা আর হয়নি । তবে এই উদ্যোগের সাফল্য কামনা করি ।”

বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, “আমরাও পুরনিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই ৷ বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষাও থাকুক । এতে কারও কোনও সমস্যা নেই ।” অধ্যাপক বিনয় বর্মন বলেন, “খুব ভালো উদ্যোগ । আমরা পুরনিগমের এই সিদ্ধান্তে খুব খুশি । বাংলায় থেকে সব জায়গায় বাংলা ব্যবহার হবে এটাই তো স্বাভাবিক ৷”

উল্লেখ্য, শিলিগুড়ির আগে কলকাতা পুরনিগম হোর্ডিং, ব্যানার, গ্লোসাইন বোর্ড-সহ শহরের সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে বাংলা ভাষা ৷ বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর গত বছর এই পদক্ষেপ করেন মেয়র ফিরহাদ হাকিম । নিজে সেকথা জানান তিনি ৷ পরে জারি হয় নির্দেশিকাও ৷ এবার শিলিগুড়ি পুরনিগমকেও একই উদ্য়োগ নিতে দেখা গেল ৷

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন