Bangla News Dunia, Pallab : নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসি’র ২০১৬ (SSC 2016) সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শুক্রবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র তরফে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয়ে এই মিছিল পৌঁছেছে এসএসসি ভবন পর্যন্ত। যেখানে অনশন চলছে, সেখানে গিয়ে মিছিল শেষ হবে। পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে যাবেন চাকরিহারাদের একাংশ।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
কর্মসূচি ঘিরে এসএসসি ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাস্তায় অনেক অস্থায়ী সিসিটিভি লাগানো হয়েছে। রয়েছে ব্যারিকেডও। হেলমেট পরে রেখেছেন পুলিশকর্মীরা। নামানো হয়েছে র্যাফও। এদিনের অভিযান মূলত তিনটি দাবি নিয়ে বলে জানান চিকরিহারারা। যোগ্য-অযোগ্যদের আলাদা করা এবং সেই নামের তালিকা প্রকাশ করা। ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর নির্দেশও বাতিল করতে হবে। এই দাবিগুলি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও যাওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
এদিন এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে পড়েছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে বসেই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তাঁরা। আলোচনার পর জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। ওএমআরের প্রতিলিপি, নিয়োগের যাবতীয় নথিও নিয়ে এসেছেন চাকরিহারারা।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন