কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সম্প্রসারণের কাজে মেট্রো রেল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রইলো শূন্যপদের বিস্তারিত বিবরণ :
Post Name: Sr. Section Engineer
No. of vacancies : 01
Pay scale : 07 (Rs 44,900- 91,400)- 7th CPC. GP- Rs 4600/- – 6th CPC.
Qualification: Engineering Graduate/ Diploma in Electronics & Telecommunication/IT
Age : Not more than 40 (Forty) years as on 30/11/20 20.
আরো পড়ুন :- ESIC তে নিয়োগের বিস্তারিত বিবরণ
উপরোক্ত পদ পূরণের জন্য কেবলমাত্র জোনাল রেলওয়ে ও উৎপাদন ইউনিট, রেলওয়ের সরকারী সেক্টর আন্ডারটেকিংস , স্বায়ত্তশাসিত সংস্থা এবং রেলওয়ে সংস্থার অন্যান্য ইউনিটে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিযুক্ত করা হবে। নিজের নাম ,পিতার নাম যোগ্যতা,অভিজ্ঞতা সহ একটি বায়োডাটা , দুটি পাসপোর্ট সাইজের ফটো এবং প্রয়োজনীয় নথিপত্র সেলফ এটাস্টেড করে বায়োডাটার সাথে এই ঠিকানায় সিল করা খামে পাঠাতে হবে – Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021
এছাড়া নিম্নলিখিত কিছু শর্তাবলী মেনে চলতে হবে :
১. ইন্টারভিউয়ের সময় “No objection Certificate” দেখাতে হবে।
২. আবেদন পত্রের সাথে গত ৫ বছরের APAR গ্রেডিং ও যুক্ত করে দিতে হবে।
৩.অসমাপ্ত আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। ডেপুটেশনের পরে প্রার্থীরা নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারবেন না।
আরো পড়ুন :- পশ্চিমবঙ্গ পুলিশে শূন্যপদে নিয়োগ