Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার! এনিয়ে মঙ্গলবার হইচই পড়ে যায় আদালত চত্বরে। যদিও পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো
জানা গিয়েছে, ওই দুই মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিষ্ণুপুর থানা এলাকায়। সমবায় সমিতির সদস্যপদ থেকে নাম বাদ গিয়েছে তাঁদের। ২০১৭ সালে সমবায় সমিতিটি তৈরি হয়। চলতি বছর ভোট হয় সেখানে। সেই ভোটের সময় বেশ কয়েকজন সদস্যের নাম বাদ পড়ে। তালিকায় রয়েছেন এই দুই মহিলাও। এনিয়ে উচ্চ আদালতে মামলা করেন তাঁরা। আদালতের নির্দেশের পরও কোনও সুবিচার পাননি বলে অভিযোগ তুলে এদিন এই কাণ্ড ঘটান তাঁরা। হাইকোর্টে মামলার পর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, নতুন করে সদস্য তালিকা প্রকাশ করতে হবে। মহিলাদের দাবি, সমবায় সমিতি তা করেনি। অভিযোগ, ওই সমবায় সমিতি অনেকদিন ধরে চড়া সুদের আশ্বাস দিয়ে টাকা নিয়েছে। এখন সেই টাকা আর ফেরত দিচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন আচমকা মহিলা ব্যাগ থেকে কেরোসিন তেল ভর্তি বোতল বের করে গায়ে ঢালতে শুরু করেন। তা দেখে চিৎকার করেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের তৎপরতায় অঘটন এড়ানো গিয়েছে। এরপরই তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।