কলকাতা হাইকোর্টে অভিষেক ! কোন কারণে উচ্চ আদালতের দরবারে তৃণমূল সাংসদ ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সোমবার সকালে আচমকাই কলকাতা হাইকোর্টে হাজির হলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)। কোন কারণে তড়িঘড়ি উচ্চ আদালতে ছুটলেন ‘সেনাপতি?’ তা নিয়েই শুরু হল জল্পনা।

ডায়মন্ডহারবারে লোকসভা ভোট পরবর্তী হিংসা ও কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (BJP Leader Abhijit Das)। সেই মামলার হলফনামায় সাক্ষর করতেই এদিন আদালতে এসেছিলেন অভিষেক। আদালত সূত্রে খবর, এদিন সকাল ১১টা ১৫ মিনিটে হাইকোর্টের ই-গেট দিয়ে প্রবেশ করেন অভিষেক। সেখান থেকে তিনি সোজা চলে যান অ্যাকাউন্টস সেকশনে। যেখানে মামলার নথিপত্র সংরক্ষিত ও দাখিল করা হয়। প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন তিনি। এদিকে প্রিয় নেতাকে চোখের সামনে দেখে বেশকিছু তৃণমূল পন্থী আইনজীবী ভিড় জমান। তাঁদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন অভিষেক। এরপর তিনি আদালত চত্বর ছেড়ে চলে যান।

উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এ নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অভিযোগ করেন, ‘ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে।’ সম্প্রতি এই বিষয়ে সুর চড়ান বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছিলেন,’ডায়মন্ডহারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে।’ এরপর অবশ্য অনুরাগের বাড়িতে তথ্য নিয়ে প্রতিনিধি পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন