Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন পদ পেলেন বর্তমান রেজিস্টার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায় দাস। উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালিকে নিয়োগ করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। সূত্রের খবর, মূলত 2 বছরের জন্য অতিরিক্ত বিচারপতির দায়িত্ব পেয়েছেন তিনি।
আরও পড়ুন : ই-শ্রম কার্ডে এবার প্রতিমাসে পাবেন 3000 টাকা ! দেখুন কিভাবে আবেদন করবেন এখানে
চৈতালির নাম পাস হয়েছিল আগেই
উচ্চ আদালতের বর্তমান রেজিস্টার জেনারেলকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করার পরিকল্পনা ছিল আগে থেকেই। সেই সূত্র ধরেই চৈতালি চট্টোপাধ্যায় দাসকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করতে কোর্টের কলেজিয়াম থেকে প্রস্তাব পাস করানো হয়।
রিপোর্ট বলছে, সুপ্রিমকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালির নাম পাস হয়েছিল গত বছর অর্থাৎ 2024 সালের 4 জানুয়ারি। প্রয়োজন ছিল আইন মন্ত্রকের অনুমোদনের। দীর্ঘ সময় পেরিয়ে 2025 এর ফেব্রুয়ারিতে এল সুখবর। অবশেষে চৈতালির অতিরিক্ত বিচারপতি পদকে অনুমোদন দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক।
আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, কবে থেকে জেনে নিন
অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালির সময়সীমা
গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়, অবশেষে নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। আগামী 2 বছরের জন্য উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতির দায়িত্ব দেওয়া হচ্ছে চৈতালিকে। মূলত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সিদ্ধান্তেই নিয়োগ হয়েছে তাঁর। 2025 থেকে আগামী দু’বছর অর্থাৎ 2027 পর্যন্ত উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত থাকবেন তিনি।
আরও পড়ুন : এখন লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস জানা যাবে এক নিমেষেই, জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !