Bangla News Dunia, Pallab : অবশেষে প্রকাশিত হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে (West Bengal Centralised Admission Portal) কলেজের মেধাতালিকা। এখন শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে WBCAP Portal থেকে সহজেই দেখে নিতে পারবেন, শিক্ষার্থীদের নাম কোন কলেজের মেরিট লিস্টে উঠেছে।
কলেজের মেরিট লিস্টে নাম থাকা সকল শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন পেমেন্ট (College Admission Fees) সম্পন্ন করতে হবে। পেমেন্ট হয়ে গেলে শিক্ষার্থীরা WBCAP Portal এ তাদের Dashboard থেকে Provisional Admission Recipe কপি ডাউনলোড করতে পারবেন।
আজকের প্রতিবেদনে যে সকল বিষয় আলোচনা করা হয়েছে, তা হলোঃ-
১) কিভাবে কলেজের মেরিট লিস্ট চেক করবেন?
২) কলেজের ভর্তির পেমেন্ট কিভাবে করবো?
২) মেরিট লিস্টে নাম না থাকলে অর্থাৎ Allotted না দেখালে করনীয় কি?
৩) মোট কটি মেরিট লিস্ট প্রকাশিত হবে?
৪) পছন্দের কলেজে নাম না আসলে করনীয় কি?
৫) কবে থেকে ক্লাস শুরু হবে কলেজের?
৬) কি কি ডকুমেন্টস লাগবে কলেজে ভেরিফিকেশনের সময়?
কিভাবে কলেজের মেরিট লিস্ট চেক করবেন? WBCAP Merit List 2025 How To Check
১) সর্বপ্রথম আপনাকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল (Centralised Admission Portal) এ আসতে হবে।
২) এরপর Student Log In এ ক্লিক করে, User Id (Gmail) ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৩) এরপর My Preference List এ Merit List দেখতে পারবেন।
৪) কোন কলেজে নাম উঠেছে, এখানে তা দেখতে পারবেন ও সেই কলেজে Allotted লেখা চলে আসবে।
কলেজে ভর্তির পেমেন্ট কিভাবে করবো?WBCAP College Admission Online Payment Process
১) WBCAP Portal এ এসে লগইন করুন।
২) এরপর Dashboard এ দেখতে পারবেন, কোন কলেজের মেধাতালিকায় নাম উঠেছে।
৩) এরপর নিচে Take Admission এ ক্লিক করুন।
৪) কত টাকা পেমেন্ট করতে হবে তা দেখতে পারবেন। যদি আপনি Upgradation অপশন Yes করে পেমেন্ট করে থাকেন, তাহলে অন্য কলেজের মেধাতালিকায় নাম আসার সম্ভাবনা থাকবে – Upgradation Merit List এ।
৫) এরপর পেমেন্ট হয়ে গেলে, Provisional Admission Recipe ডাউনলোড করতে পারবেন।
মেরিট লিস্টে নাম না থাকলে, করনীয় কি?
কোনো শিক্ষার্থীর নাম যদি প্রথম পর্যায়ের মেরিট লিস্টে না থাকে, তবে চিন্তা নেই। তারা দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ১০ই সেপ্টেম্বর কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে, তার লিস্ট প্রকাশ হবে WBCAP portal এ। এরপর সেই অনুযায়ী শিক্ষার্থীদের কলেজ ও সাবজেক্ট উল্লেখ করে Preference List তৈরি করতে হবে। এরপর ১৬ই সেপ্টেম্বর নতুন মেধাতালিকা প্রকাশ হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করতে হবে।
কলেজের মোট কটি মেরিট লিস্ট প্রকাশিত হবে?
সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে (Centralised Admission Portal) মোট ৪ টি মেরিট লিস্ট প্রকাশিত হবে। ইতিমধ্যেই একটি প্রকাশ হয়েছে, যার ভর্তি চলবে ২৫ আগষ্ট পর্যন্ত। এরপর যারা ভর্তির সময় Upgradation Yes করে পেমেন্ট করবে। তাদের আবার মেধা তালিকা প্রকাশ হবে ৩১শে আগস্ট। এরপর যাদের নাম মেরিট লিস্টে আসে নি, তাদের ১৬ সেপ্টেম্বর নতুন মেধাতালিকা প্রকাশ হবে মপআপ রাউন্ডে। এরপর পেমেন্ট করার সময় Upgradation Yes করে পেমেন্ট করলে ২১ সেপ্টেম্বর আবার Upgradation Merit List প্রকাশ হবে।