Bangla News Dunia, Pallab : চলতি বছর জুনে কসবার ল’ কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় (Kasba Rape Case) উত্তাল হয়েছিল রাজ্য। অবশেষে সেই ঘটনার চার্জশিট পেশ (Chargesheet) করা হল আদালতে। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শনিবার আলিপুর আদালতে ৬৫০ পাতার এই চার্জশিট জমা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, মূল অভিযুক্ত সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওই চার্জশিটে।
জানা গিয়েছে, চার্জশিটে মোট ৮০ জনের সাক্ষ্যগ্রহণের কথা উল্লেখ রয়েছে। সেই সঙ্গে রয়েছে ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ রিপোর্টও। ১৭০ পাতার চার্জশিট সহ মোট ৬৫০ পাথার নথি জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে গণধর্ষণ, আটকে রেখে প্রাণে মেরে ফেলার হুমকি, মোবাইল ফোনে ব্ল্যাকমেল করার জন্য রেকর্ডিং, এসব ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন কসবার ওই ল’কলেজের ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীর ঘরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই কলেজেরই প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী এবং দুই বর্তমান ছাত্রকে। ঘটনার মূল অভিযুক্ত ওই প্রাক্তনীকে সাহায্য করার অভিযোগ উঠেছিল বাকি দুই ছাত্রের বিরুদ্ধে। পরবর্তীতে কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। কারণ নির্যাতিতার অভিযোগ ছিল, মূল অভিযুক্তের কথাতেই কলেজের গেট বন্ধ করে দিয়েছিলেন তিনি। এই চারজনেরই নাম রয়েছে চার্জশিটে। এই ঘটনার প্রথম থেকেই অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত চালানো হচ্ছিল। কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল তথ্য এবং কয়েকজন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে তদন্তকারীরা। এরপর তার কিছুদিনের মধ্যেই এবার পেশ করা হল চার্জশিট।