কাঁথি সমবায় ব্যাংকের ভোটে উত্তেজনা, পুলিশের মারে আহত হলেন খোদ মমতার বিধায়ক

By Bangla News Dunia Dinesh

Published on:

nabanna-mamata-DA

Bangla News Dunia, দীনেশ : কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে ধুন্ধুমার কাণ্ড। শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ব্যাংক সংলগ্ন এলাকায়। এই পরিস্থিতিতে  তৃণমূল বিধায়ক (TMC MLA) অখিল গিরির গায়ে হাত তুলেছে পুলিশ, বলে অভিযোগ করলেন বিধায়ক (Akhil Giri)।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন শুরু হতেই তুমুল অশান্তি শুরু হয় তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP) মধ্যে। বেলা যতই বাড়তে থাকে ততই দু’পক্ষের মধ্যে বাড়তে থাকে অশান্তি। এদিকে অশান্তির সময় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি। বিধায়ক অভিযোগের সুরে বলেন, বিজেপির উস্কানিতে ভোট দিতে ঢুকছে ভুয়ো ভোটার। তাঁর এই মন্তব্য শুনে ঘটনাস্থলে আরও আশান্তির পারদ চড়ে ওঠে। ঠিক তখন বিধায়ককে পুলিশ মারধর করে বলে দাবি করেন অখিল।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

ঘটনা প্রসঙ্গে অখিল অনুগামীরা দাবি করেছেন, ধাক্কা মেরে ফেলে দেওয়ার ফলে বিধায়কের কোমরে, মাথায় চোট লেগেছে। ডিএসপি-র ধাক্কাতেই তিনি পড়ে যান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার প্রতিবাদে ১১৬ বি জাতীয় সড়কে বিক্ষোভও দেখানো হয়েছে।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন